কলকাতা: পথ দেখিয়েছিলেন হলিউড সুন্দরী অ্যাঞ্জেলিনা জোলি। পথ দেখিয়েছিলেন বললে হয়তো ভুল হবে, আদতে সাহস জুগিয়েছিলেন। ক্যান্সার এড়াতে স্তন বা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী। তার পথে হেঁটেই এবারে কি কাজ করলেন পশ্চিম মেদিনীপুরের মৌসুমী রায়। ক্যান্সারের ঝুঁকি এড়াতে স্তন এবং ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব বাদ দিলেন তিনি।
স্তন ক্যান্সারের কারণে নিজের মাকে হারিয়েছেন মৌসুমী। তাই তার ডান দিকের স্তনে যখন একটি আঁচিলের মতো উঠেছিল তখন থেকেই ভয় পাচ্ছিলেন তিনি। ভয় আরো বাড়িয়ে যখন সেটি টিউমারের আকার ধারণ করতে থাকে। ক্যান্সারের আশঙ্কাতেই বাইপাসের ধারে দেখ বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন মৌসুমী। পরবর্তী ক্ষেত্রে স্তন বাদ যায় তার। যদিও চিকিৎসকদের আশঙ্কা, একই জায়গায় ভবিষ্যতে ফের ক্যান্সার হতে পারে। তাই দুর্যোগ যে এখনই শেষ হয়ে গেল তা নয়।
উল্লেখ্য, ভবিষ্যতে ফের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা জানার জন্য বিআরসিএ জিন টেস্ট নামক একটি টেস্ট করা হয়। যা করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও। সেই একই টেস্ট করান মৌসুমী। জানা যায় ভবিষ্যতে তার আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হলিউড সুন্দরীর মতো সাহসী পদক্ষেপ নেন তিনিও। অস্ত্রোপচার করে বাদ দেন নিজের ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব। মৌসুমী জানিয়েছেন, গোটা সময় তার পাশে ছিলেন তার স্বামী।
তবে স্তন ক্যানসারের সঙ্গে ডিম্বাশয় বাদ দেওয়ার সম্পর্ক কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, স্তন ক্যান্সার ইস্ট্রোজেন হরমোনের জন্য প্রভাবিত হয়। সে ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের উৎস ডিম্বাশয় বাদ দিলেই স্তন ক্যান্সারের প্রবণতা কমে। যদিও গোটা বিষয়টা নিয়ে এখনও দ্বিমত পোষণ করেন চিকিৎসক মহলের একাংশ। কলকাতার বেশ কিছু ক্যানসার চিকিৎসক বলছেন, দু’টি ডিম্বাশয় বাদ দিলে মহিলাদের স্তন ক্যানসারের সম্ভাবনা অনেক কমানো যায়। চিকিৎসকদের হিসাব, কলকাতায় গত এক বছরে অন্তত ৯ জন মহিলা ডিম্বাশয় বাদ দিয়েছেন।