ভিখিরির সংখ্যায় দেশের শীর্ষে বাংলা, লোকসভায় পেশ চাঞ্চল্যকর তথ্য!

ভিখিরির সংখ্যায় দেশের শীর্ষে বাংলা, লোকসভায় পেশ চাঞ্চল্যকর তথ্য!

 

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে চমকপ্রদ তথ্য পেশ লোকসভায়৷ সম্প্রতি সামাজিক ন্যায়মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট লোকসভায় ভারতে ভিক্ষুক ও ভবঘুরেদের তালিকা পেশ করেন৷ সেখানে আশ্চর্যজনকভাবে পয়লা নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ৷ দেশজুড়ে প্রায় চার লক্ষেরও বেশি ভিক্ষুকের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে ৮১ হাজার৷ কিন্তু, লোকসভায় এই তথ্য পেশ করা হলেও বাংলার মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন, রাজ্যে ৪০ শতাংশ দারিদ্র কমেছে৷

দেশের ন্যায়মন্ত্রী গেহলটের প্রকাশিত তথ্য অনুযায়ী সমগ্র দেশে মোট ভিক্ষুকের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন। যার মধ্যে ২ লক্ষ ২১ হাজার ৬৩৫ জন পুরুষ এবং ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা। এই তালিকায় শীর্ষস্থানের অধিকারী পশ্চিমবঙ্গ। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে ৮১ হাজার ভিখিরি। যার মধ্যে ৩৩ হাজার ৮৬ জন পুরুষ এবং ৪৮ হাজার ১৫৮ জন মহিলা ভিখিরি বর্তমান। এই তালিকায় সবচেয়ে নিচে রয়েছে লাক্ষাদ্বীপ। সেখানে ভিক্ষুকের সংখ্যা মাত্র ২ জন।

তালিকায় দুই নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। সেই রাজ্যে ভিখিরির সংখ্যা ৬৫ হাজার ৮৩৫ জন। দেশের রাজধানী দিল্লিতে ভিক্ষুকের সংখ্যা ২ হাজার ১৮৭ জন। লোকসভায় গেহলট জানিয়েছেন, ২০১১ সেন্সাসের ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা।

তবে এই তালিকায় পশ্চিমবঙ্গের শীর্ষস্থান অধিকার অবাক করেছে সবাইকে। উন্নয়নের দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে থাকার পাশাপাশি ভিক্ষুকের তালিকাতেও পশ্চিমবঙ্গ পয়লা নম্বর। চলতি মাসেই রাজ্যে ৮ দফায় বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে ভোটের প্রস্তুতিতে উত্তপ্ত রাজনৈতিক মহল। সেই সময়ে প্রকাশিত এই তালিকায় পশ্চিমবঙ্গের লজ্জাজনক অবস্থানকে বিরোধী দলগুলি হাতিয়ার করতে পারে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *