বসন্তেই দাবদাহ! ৪৫ ডিগ্রির পারদ ছোঁবে তাপমাত্রা? যা জানাল হাওয়া অফিস

বসন্তেই দাবদাহ! ৪৫ ডিগ্রির পারদ ছোঁবে তাপমাত্রা? যা জানাল হাওয়া অফিস

কলকাতা: বিদায়ক্ষণে দাঁড়িয়ে শীত৷ ভোর ও রাত্রে সামান্য ঠাণ্ডা অনুভূত হলেও দিনে বেশ গরম৷ ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ৷  আগামী দিনে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ এই বছর রেকর্ড গরম পড়বে বলেও দাবি করেছেন ভূতত্ত্ববিদ সুজীব কর৷ তিনি জানিয়েছেন, ১৫ মার্চের পর থেকে ১৫ মে’র মধ্যে উল্লেখজনকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ এমনকী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে৷

আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফে আবার স্বস্তি, আরও বাড়ল সুস্থতা

 
এই মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বাধা পেয়েছে শীত৷ ফলে খুব বেশি দিন কনকনে ঠাণ্ডার আমেজ ভোগ করতে পারেনি বঙ্গবাসী৷ আর এবার রেকর্ড গরম পরার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস৷ আগামী তিন মাসের মধ্যে গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা হবে বাংলার মানুষের৷ এরই মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি মার্চ থেকেই ৪০-৪৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা? সেই আশঙ্কা অবশ্য খারিজ করে দিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মার্চ মাসে কলকাতার বা জেলার তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রিতে পৌঁছনোর কোনও সম্ভাবনাই নেই।” অর্থাৎ এখনওই হাঁসফাঁসানি গরম নয়৷ স্বস্তিতেই কাটবে মার্চ মাস৷ 

বৃহস্পতিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি৷ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের বাকি জেলাগুলির আবহাওয়াও শুষ্ক থাকবে বলে পূর্বাভাস। একটু একটু করে বাড়বে দিনের তাপমাত্রা। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ 

আগামী ৪-৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি সুস্পষ্ট নিম্নচাপ দেখা গিয়েছে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে। আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। শনিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে৷ যার জেরে আগামী ২৪ ঘণ্টায় লাদাখ, মুজাফফরাবাদ, জম্মু-কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পঞ্জাব, হরিয়ানা চন্ডিগড় এবং রাজস্থানের একাংশে। 

নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে রবিবার ও সোমবার বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতে। হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ৪০ কিলোমিটার বেগে হাওয়া ঝোড়ো হাওয়া৷ দিল্লি ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷