চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

Bengal SSC scam নয়াদিল্লি:  এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিলের ঘোষণা…

Bengal SSC scam

Bengal SSC scam

নয়াদিল্লি:  এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিলের ঘোষণা করে ভারতের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কার্যত দিশেহারা হয়ে পড়েন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কেন এতদিনেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রস্তুত করা গেল না, সেই নিয়ে প্রশ্ন তোলেন চাকরিহারা শিক্ষকরা। তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন চাকরিহারাদের একটা বড় অংশ। আপাতত বড় স্বস্তি পেলে রাজ্য সরকারও৷

Bengal SSC scam রিভিউ পিটিশনের শুনানি

সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি ছিল আজ। মধ্যশিক্ষা পর্ষদের ২৬ হাজার চাকরি বাতিলের বিষয়ে দায়ের করা মামলায় আজ শীর্ষ আদালত জানায়, নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। যোগ্য শিক্ষকরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে বিশেষ সুযোগ-সুবিধা থেকে তাদের বিরত রাখা হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে আজ শুনানির শুরুতে SSC, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারের তরফে আবেদন জানিয়ে বলা হয়, শীর্ষ আদালতের রায় তাঁরা মেনে নিচ্ছেন। তবে পড়ুয়াদের স্বার্থে ৩ মাসের সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হোক।

Bengal SSC : বিচারপতি বেঞ্চ জানিয়েছে

এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, যোগ্য শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম-দশম-একাদশ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াতে পারবেন। তবে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে না তাঁদের। একইসাথে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, গ্রুপ সি এবং ডি’র যোগ্য বা অযোগ্য কোনও প্রার্থী যোগদান করতে পারবেন না কাজে।

SSC scam: পশ্চিমবঙ্গ সরকারকে বার্তা

নির্দেশ দিয়ে এদিন পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, রাজ্য সরকারকে ৩১ মে-এর মধ্যে বিজ্ঞাপন দিয়ে তার প্রতিলিপি জমা করতে হবে আদালতের কাছে। কখন কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ।

Bengal SSC scam

আইনজীবী ফিরদৌস শামিম জানান, ৬ হাজার ২৭৬ জন প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে এসএসসি। তবে এর বাইরেও কোনও অযোগ্য রয়েছেন কি না, সেই বিষয়টি স্পষ্ট হবে পৃথকীকরণ হলে।

 

The Supreme Court upholds teacher job cancellations in Bengal’s SSC scam but allows qualified teachers to continue till December 31, 2025, without special benefits. Read more on the court’s directions and next steps for fresh recruitment.

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন

JEE Main 2025: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবেটার্ম ইনসিওরেন্সে ডিসঅ্যাবিলিটি রাইডার: শুধুই মৃত্যু বীমা নয়, এখন আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা

মাছ, মিষ্টি & More : কেন মাছ বাঙালির জন্য শুধু খাদ্য নয়, একটি শুভ জিনিস

তাহাউর রানার কি ফাঁসি হবে? আসরে হিন্দু সেনা | Tahawwur Rana