কলকাতা: ফের রাজ্য ভাগের জিগির উস্কে বিতর্কে গেরুয়া শিবির৷ দিন কয়েক আগে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাংসদ জন বার্লা৷ তিনি এখন অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর মন্তব্য নিয়ে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে৷ এবার সেই জন বার্লাকে পাশে বসিয়েই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘মানুষের কথা বললেই কি বিচ্ছিন্নতাবাদী? রাজ্য ভাগের দাবি একেবারেই অন্যায্য নয়৷’’
আরও পড়ুন- পার্টিতে বচসা থেকে খুন, গ্রেফতার চার বন্ধু, এলাকায় উত্তেজনা
এদিন দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গ, জঙ্গলমহল পৃথক রাজ্য হতে চাইছে৷ এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এতদিন উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি৷ কেন এখানে ভালো স্কুল, কলেজ, হাসপাতাল গড়ে উঠল না? অন্যদিকে জঙ্গলমহলের মানুষকে পেট বাঁচাতে ওডিশা, রাঁচিতে যেতে হচ্ছে। কেন মা বোনেরা শালপাতা, কেন্দুপাতা কুড়োনের উপর ভরসা করে থাকবে?
এদিন কার্যত জন বার্লার সুরই শোনা যায় দিলীপ ঘোষের গলায়৷ জন বার্লার সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি বলেন, উনি একজন জনপ্রিতিনিধি৷ মানুষ ওঁকে জিতিয়েছে৷ উনি মানুষের কথা বলেছেন৷ সেটা তাঁর কর্তব্য৷ সেই সঙ্গে পাহাড়ের রাজনীতিও টেনে এনেছেন দিলীপ ঘোষ৷ তিনি স্মরণ করিয়ে দেন যে, এখনও পাহাড়ে গোর্খাল্যান্ড গঠনের দাবি রয়েছে৷ তাঁর কথায়, পাহাড়ের সঙ্গে সমঝোতা করে সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার বিরাম নেই, এবার বোমাবাজি বারাকপুরে
উল্লেখ্য, দিন কয়েক আগে জন বার্লা যখন রাজ্য ভাগের দাবি তুলেছিলেন তখন দিলীপ ঘোষ বলেছিলেন এটা দলের মতামত নয়৷ দল বাংলা ভাগ চায় না৷ এটা তাঁর ব্যক্তিগত মতামত৷ কিন্তু এদিন সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল তাঁর গলায়৷