উচ্চ শিক্ষায় দুস্থ পড়ুয়াদের ১০ শতাংশ আসন সংরক্ষণ করছে বাংলা

উচ্চ শিক্ষায় দুস্থ পড়ুয়াদের ১০ শতাংশ আসন সংরক্ষণ করছে বাংলা

কলকাতা: অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করে হবে এই দারিদ্র কোটা৷ ২০১৯ সালের ২ জুলাই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ কিন্তু পদ্ধতিগত বিলম্বের কারণে গত বছর এই নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি৷ তবে এই বছর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে দারিদ্র কোটার সুযোগ পাবেন গরিব ছাত্রছাত্রীরা৷ 

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যাগুলিতে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া৷ ভর্তির ফর্ম্যাটে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য এখন শুধুমাত্র আনুষ্ঠানিক নির্দেশের অপেক্ষা৷ লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, ‘‘আশা করি খুব শীঘ্রই সরকারি নির্দেশ চলে আসবে৷ ভর্তি প্রক্রিয়া শুরু করার আগে আমাদের প্রভিশন করতে হবে৷’’ যে সকল ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক উপার্জন ৮ লাখ টাকার কম বা পাঁচ একরের চেয়ে কম চাষের জমি রয়েছে তাঁরা ইকনমিকাল ইউক সেকসন (ইডব্লিউএস) ক্যাটাগরিতে ভর্তির সুযোগ পাবেন৷ তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উপার্জন এবং সম্পত্তির সংশাপত্র এনে জমা দিতে হবে৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

বর্তমান ভর্তি প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগের জন্য ৪৫ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে৷ এর মধ্যে ২২% তফশিলি জাতি, ৬% তফশিলি উপজাতি এবং ১৭%  ওবিসি ‘এ’, ‘বি’ এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত৷ কিন্তু আরও ১০% আসল সংরক্ষণ করা হলে তা সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কোটা ক্যাপ পরিয়ে যাবে৷  তামিননাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং হরিয়ানা সহ একাধিক রাজ্য ৫০ শতাংশের বেশি সংরক্ষণের প্রস্তাব করেছে৷ তবে এখনও পর্যন্ত শুধু তামিলনাড়ুকেই ৫০ শতাংশের বেশি আসন সংরক্ষণের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত৷ শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ৫০ শতাংশ কোটা ব্যবস্থা থাকলেও, ব্যতিক্রমী পরিস্থিতিতে এই নিয়মের পরিবর্তনের প্রয়োজন রয়েছে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে৷ 

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *