কলকাতা: অন্ধ্রপ্রদেশে একসঙ্গে বিধানসভা ও লোকসভা ভোট। দেশের সমস্ত প্রান্তে লোকসভা নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যায় পুলিশ কর্মী প্রয়োজন। আধা সামরিক বাহিনীর পাশাপাশি তাদেরও নির্বাচনের সময় কাজে লাগানো হবে। সেই কারণে বিভিন্ন রাজ্য থেকে পুলিশ ফোর্স নেওয়া হচ্ছে।
অন্ধ্রপ্রদেশে দুটি নির্বাচন একসঙ্গে হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানে বেশি সংখ্যায় পুলিশ কর্মী প্রয়োজন। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে বাড়তি বাহিনী চেয়ে রাজ্যের কাছে আবেদন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনও রাজ্য প্রশাসনকে বিষয়টি জানায়। তারপর সরকার সিদ্ধান্ত নেয়, অন্ধ্রপ্রদেশে পুলিশ পাঠানো হবে। এরপরই রাজ্যের তরফে বড় সংখ্যায় ফোর্স সেখানে পাঠিয়ে দেওয়া হয়। যাতে কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন। বিভিন্ন ব্যাটালিয়ন থেকে তাঁদের পাঠানো হয়েছে বলে খবর।