কলকাতা: রাজ্যের দমকলমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পরে কোনও উপসর্গ দেখতে পাওয়া না যাওয়ায় তিনি হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু পরে জ্বর আসায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি শুধু পর্যবেক্ষণে রয়েছেন। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে হাসপাতালের তরফে আশা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রীর বাড়িতে এক পরিচারিকার শরীরে প্রথমে করোনা ভাইরাস ধরা পড়ে। মন্ত্রীর স্ত্রী, ছেলে ও আর এক পরিচারিকার শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ফলতার বিধায়কের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল মে মাসের শেষের দিকে। প্রথম থেকে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। তবে মাঝখানে তাঁর শারীরিক অবস্থায় উন্নতি শুরু হলেও ফের খারাপ হতে থাকে।
বলতে গেলে হাসপাতাল ভর্তি হওয়ার পর থেকেই ভেন্টিলেটরে রাখা হয়েছিল ফলতার বিধায়ককে। কারণ, তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল। রক্তে অক্সিজেন স্যাচুরেশন ছিল খুব কম। সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ ছিল অত্যধিক বেশি। তা ছাড়া রক্তে সোডিয়ামও ছিল বেশি। ভেন্টিলেটরে থাকাকালীন মাঝে কিছু উন্নতি হয়েছিল তাঁর। রক্তে সুগার পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, অক্সিজেন স্যাচুরেশন বেড়েছিল, তা ছাড়া সোডিয়ামের পরিমাণও কমেছিল। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তমোনাশবাবু। তবে চিকিৎসকরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।