‘শুনলাম আমার নাকি মৃত্যু হয়েছে!’ ভুয়ো খবরে প্রতিক্রিয়া রেজ্জাক মোল্লার

‘শুনলাম আমার নাকি মৃত্যু হয়েছে!’ ভুয়ো খবরে প্রতিক্রিয়া রেজ্জাক মোল্লার

 

কলকাতা: দীর্ঘদিন অসুস্থতার কারণে মত্যুর হয়েছে ভাঙড়ের সিপিএমের প্রাক্তন বিধায়ক ডা. আবদুল রাজ্জাক মোল্লার৷ বয়স হয়েছিল ৭৬ বছর৷ বুধবার সকালে ভাঙড়ে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়৷ বুধবার সিপিএমের প্রাক্তন বিধায়ক রাজ্জাক মোল্লার মৃত্যু হলেও বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় রটে যায়, সিপিএম ছেড়ে তৃণমূলে নাম লেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভার অন্যতম সদস্য আব্দুর রেজ্জাক মোল্লা প্রয়াত হয়েছেন৷ কিন্তু, বাস্তবে বাম আমল ও অধুনা তৃণমূল সরকারেরঅমলের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যু খবর পুরোপুরি ভুয়ো৷

প্রাক্তন মন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নামেন স্বয়ং রেজ্জাক মোল্লা৷ গুজব উড়িয়ে সাফ জানান, ‘‘আমি ভাল আছি৷ ৭৭ বছর বয়সে একজন মানুষ যেমন থাকে, আমিও তেমনই আছি৷ তবে শুনলাম, আমার নাকি মৃত্যু হয়েছে৷ এই বিষয়ে আমার কিছুই বলার নেই৷’’ এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিউটাউনে ফ্ল্যাটে রয়েছেন৷ শুক্রবার তাঁর ক্যানিংয়ে যাওয়ার কথা৷

রেজ্জাক মোল্লা বহাল তবিয়তে থাকলেও বুধবার প্রয়াত হয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক আবদুল রাজ্জাক মোল্লা৷ ( নামের বানানেও রয়েছে পার্থক্য) জানা গিয়েছে, সিপিএমের টিকিটে ১৯৮৭ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় যান আবদুল রাজ্জাক মোল্লা৷ বিধায়ক হওয়ার মাত্র ৩ বছরের মধ্যেই সিপিএম থেকে বহিষ্কার হন৷ পরে এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেই নিজেকে নিয়োজিত করেন৷ শ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন৷

অন্যদিকে, ১৯৭২ সালে প্রথম ভাঙড় থেকে লড়ে বিধায়ক হন ৭ বারের মন্ত্রী রেজ্জাক মোল্লা৷ ১৯৭৭ সালে বদলে যায় তাঁর কেন্দ্র৷ নতুন কেন্দ্র হয় ক্যানিং পূর্ব৷ ভোটে জিতে হন মন্ত্রী৷ বাম আমলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷ ১৯৮২ থেকে ২০০৬ টানা ৬ বার মন্ত্রী পদ সামলেছিলেন রেজ্জাক মোল্লা৷ সিঙ্গুরে জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মতবিরোধ চরম আকার নেয়৷ সমটা ছিল ২০০৭ সাল৷ একদা বুদ্ধদেব-ঘনিষ্ঠ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার বিরুদ্ধে সবর হন রেজ্জাক৷ পরে ২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত তিনি৷

সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৪ সালের ১৮ অক্টোবর ভারতীয় ন্যায় বিচার পার্টি তৈরি করেন৷ সেখান থেকেও বহিষ্কৃত হতে হয় তাঁকে৷ নতুন দল গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছে যান রেজ্জাক৷ ২০১৬ সালে ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন মমতার কট্টর বিরোধী বলে একদা পরিচিত রেজ্জাক মোল্লা৷ পরে ভাঙড় কেন্দ্রে রেজ্জাকেই প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো৷ করা হয় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী৷ এখন তিনি আতাত নিজের ফ্ল্যাটে দিন কাটাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =