কলকাতা: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বারংবার রাজ্যের সঙ্গে বাংলাদেশ এবং কাশ্মীরের তুলনা করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে এই আক্রমণের সুর আরো জোরালো হয়েছিল। নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার পরেও বিজেপি শিবির নিজেদের আক্রমণাত্মক ভঙ্গি বদলাচ্ছে না। এদিন ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গর্জে উঠে দাবি করলেন যে কাশ্মীরের থেকেও বাংলার অবস্থা খারাপ। রাজ্য কর্মসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের পর বাংলায় যে সন্ত্রাস হয়েছে তা আদতে কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর। আসলে সন্ত্রাসে কাশ্মীরকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। দিলীপ দাবি করেছেন যে এই মুহূর্তে বাংলার প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ ঘরছাড়া এবং যারা বিজেপি পরিবারের সদস্য তারা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ভয় পাচ্ছেন। এই প্রেক্ষিতে তিনি স্পষ্ট মন্তব্য করেছেন যে বর্তমান সরকারের রাজত্বে বাংলার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ হয়ে গিয়েছে এবং তা আরো খারাপ হচ্ছে দিন দিন। একই সঙ্গে বিজেপির নির্বাচনী ফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি চেয়েছিল ২০০ আসন নিয়ে ক্ষমতায় এসে বাংলায় মানুষের সেবা করবে কিন্তু বাংলার মানুষ সরকার পরিচালনার দায়িত্ব এখনই বিজেপিকে দিতে চায়নি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে যখন দলের সৃষ্টি হয়েছিল তারপর থেকে এই প্রথম বাংলায় এত বড় সাফল্য পেয়েছে বিজেপি। এদিন এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন- প্রতারণা থেকে শিক্ষা, ভুয়ো ভ্যাকসিন শিবির রুখতে পদক্ষেপ রাজ্যের
একইসঙ্গে রাজ্যের ভ্যাকসিন কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ খুললেন ফের একবার শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। আগের মতই একই সুরে তিনি আক্রমণ করে বলেছেন, সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জন দেবকে সামনে রেখে রাজ্যের শাসক দল করে খাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্য ভালো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে বেঁচে গিয়েছেন। কিন্তু রাজ্যের শাসক দল এত বড় কেলেঙ্কারির দায় ভার সরিয়ে দিতে পারে না কিছুতেই। দিলীপের স্পষ্ট দাবি, ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট চলছে রাজ্যে এবং এর সঙ্গে জড়িত শাসক দলের একাধিক নেতা এবং মন্ত্রী। এর পাশাপাশি তিনি আরো দাবি করে বলেছেন যে ভ্যাকসিন কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন শুধুমাত্র প্রতারককে জঙ্গি আখ্যা দিয়ে।