বাংলা ‘এক নম্বর’, উনি শুধু খারাপ রাজ্য হিসেবে দেখান! অমিতকে কটাক্ষ মমতার

মমতা বুঝিয়ে দিলেন বাংলা আদৌ কতটা উন্নত এবং রাজ্যের সরকার কতটা কাজ করেছে।

কলকাতা: দুদিনের জন্য রাজ্য সফরে এসে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছেন, দুর্নীতি ছাড়া সবকিছুতে পিছিয়ে রয়েছে বাংলা। এই প্রসঙ্গে অমিত শাহ রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন, একবার বিজেপিকে সরকার গঠনের সুযোগ দিতে যাতে তারা সোনার বাংলা গড়ে তুলতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাল্টা এদিন দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তুলে ধরে মমতা বুঝিয়ে দিলেন বাংলা আদৌ কতটা উন্নত এবং রাজ্যের সরকার কতটা কাজ করেছে।

এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সফরে এসে শুধু বড় বড় কথা বলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তিনি যা বলেছেন পুরোটাই মিথ্যে। মমতার কথায়, দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কিছু বলবেন তার আগে ক্রশ চেক করে নেওয়া উচিত, এইভাবে জনগণকে মিথ্যে বলাটা খুবই লজ্জাজনক ব্যাপার। মমতা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বাংলাকে খারাপ দেখাতে ব্যস্ত, কিন্তু কেন্দ্রীয় তথ্য বলছে ঠিক অন্য কথা। এই কথা বলেই কোন কোন কাজে বাংলা ১ নম্বর স্থান অধিকার করেছে সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে ১০০ দিনের কাজ, মাইনোরিটি স্কলারশিপ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা এবং বাড়ি নির্মাণ, ই-গভর্নেন্স থেকে শুরু করে এমএসএমই সেক্টর, সবেতে বাংলা তথা পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রীয় রেকর্ড অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে। 

এদিকে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এই বিষয়েও তাকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিনি হয়তো নিজের অর্থনীতি সম্পর্কে বোঝেন না তবে আশা করবেন অমিত শাহ বুঝবেন। এই কথা বলেই তিনি আরও তথ্য প্রকাশ করেন। জানিয়ে দেন, ২০১১ থেকে রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটেছে ২.৭ শতাংশ। এদিকে ট্যাক্স রেভিনিউ বেড়েছে ২.৯ শতাংশ। এদিকে জিডিপি বিষয়ে মন্তব্য করেও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ভারতবর্ষের জিডিপি থেকে পশ্চিমবঙ্গের জিডিপি অনেক বেশি। দেশের জিডিপি ৪ শতাংশের কিছুটা বেশি, এদিকে বাংলায় জিডিপি প্রায় ৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =