কলকাতা: বায়ুপ্রবাহের প্রকৃতি আলাদা হওয়ার জন্য দক্ষিণবঙ্গের দুই প্রান্ত এখন দুই ধরনের গরমে জ্বলছে। জনজীবন প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকাতা সহ উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় ভ্যাপসা অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে হচ্ছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে শুকনো গরমের দাপাদাপি।
শুষ্ক হাওয়া বা ‘লু’ বইছে সেখানে। পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। দিনদুয়েক এই অবস্থা চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের আটটি জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হল— পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। অন্যদিকে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদীয়া জেলাতে আগামী দু’দিন অস্বস্তিকর গরম চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আপাতত স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে।