অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না: মমতা

অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না: মমতা

1c0c6f0af959299e89a8670404dd7685

কলকাতা:  অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না। উত্তরপ্রদেশ বড় রাজ্য, তারপরই বাংলা। প্রায় দশ কোটি মানুষের বাস এই রাজ্যে। গুজরাট বাংলার প্রায় অর্ধেক, ওড়িশা, বিহার ঝাড়খম্ডও তাই। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভামঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর ১ ঘণ্টার বক্তব্যে উঠে আসে কোভিড থেকে বিজেপি, আমপান থেকে রেশনসহ নানা প্রসঙ্গ।

প্রতিবারের মত তিনি সভামঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বাংলার গুরুত্ব বোঝাতে গিয়ে তাঁর বক্ত্ব্যে উঠে আসে রাজ্য সরকারের নানা প্রকল্পের প্রসঙ্গ। সেগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যের ভৌগোলিক অবস্থান ধরে এরাজ্যের সঙ্গে কারো তুলনা চলে না বলেও উল্লেখ করেন। তিনি বলেন রাজ্য নানাদিক দিয়ে গুরুত্বপূর্ণ সীমান্তে ঘেরা। বাংলার একদিকে ভূটান, অন্যদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, আরেকদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল। ফলে নানা রাজ্যের মানুষের যাতায়াতের ফলে এই রাজ্যের গুরুত্ব অপরিসীম। সেখানকার লোকজন আসেন এরাজ্যে চিকিৎসার জন্য। ট্রেনে, প্লেনে প্রচুর মানুষ রাজ্যের মাধ্যমে ওই এলাকাগুলিতে যান। তাই রাজ্যের গুরুত্ব যে অপরিসীম তা এদিন তৃণমূল সুপ্রিমোর বার্তায় এদিন উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *