জাতীয় শিক্ষানীতি ‘মাইল ফলক’, নিজেদের অবস্থান নিয়ে ভাবা উচিত রাজ্য সরকারের: রাজ্যপাল

জাতীয় শিক্ষানীতি ‘মাইল ফলক’, নিজেদের অবস্থান নিয়ে ভাবা উচিত রাজ্য সরকারের: রাজ্যপাল

কলকাতা:  কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব রাজ্য সরকার৷ একতরফা ভাবে এই শিক্ষানীতি আনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফে৷ এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে একটি চিঠিও পাঠিয়েছেন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন জাতীয় শিক্ষানীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন রাজ্যপাল৷ 

এদিন রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, নয়া জাতীয় শিক্ষা নীতি নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে আরও একবার ভাবা উচিত রাজ্য সরকারের৷ নয়া শিক্ষানীতি ২০২০ একটি ‘মাইল ফলক’৷ এটি উদ্ধাবনা এবং গবেষণাকে এক উচ্চস্তরে নিয়ে যাবে৷ ‘আমরা সম্মত নই’ এই অবস্থান থেকে রাজ্য সরকার সরে আসবে বলে আমি নিশ্চিত৷’’ তিনি আরও বলেন, ‘‘আন্তরিকভাবেই নয়া শিক্ষানীতি প্রয়োগ করা উচিত৷’’ প্রসঙ্গত একদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এখনই রাজ্যে নয়া শিক্ষানীতির প্রয়োগ চান না তাঁরা৷ এর জন্য আরও সময় চান৷ এর ঠিক পরেই এই মন্তব্য করলেন রাজ্যপাল৷   

আরও পড়ুন- বেসরকারি স্কুলগুলিকে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

৩৪ বছর পর দেশে শিক্ষা নীতির পরিবর্তন এনেছে নরেন্দ্র মোদী সরকার৷ বদলে ফেলা হয়েছে শিক্ষা ব্যবস্থার খোলনলচে৷ কেন্দ্র দেশজুড়ে নয়া শিক্ষানীতি প্রয়োগের তৎপরতা দেখালেও এখনই রূপায়ণ করতে চায় না রাজ্য সরকার৷ সোমবার জাতীয় আলোচনাসভাতেও তা বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ ওই আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষানীতি প্রণয়নে রাজ্যর মতামত জানতে চাওয়া হয়নি৷ এখানে রাজ্যের ভূমিকা ক্ষুন্ন করা হয়েছে৷ 

এছাড়াও বেশ কিছু প্রশ্নও তুলেছিলেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা নেই কেন? বাংলা ভাষায় যে বিশাল সাহিত্যভাণ্ডার, যে ঐতিহ্য রয়েছে, যে ভাষায় জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, তাকেই বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।  এছাড়াও জাতীয় শিক্ষানীতিতে বহু ভাষা চালু করা, স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, এমফিল কোর্স বন্ধ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার বিরোধিতাও করেছে রাজ্য। পাশাপাশি শিক্ষানীতিতে জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে খরচের কথা বলা হয়েছে। কিন্তু টাকা কোথা থেকে আসবে, সেই প্রশ্নও উঠেছে৷ 

আরও পড়ুন- সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, পোর্টাল এডিটরের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে

রাজ্যপাল জগদীপ ধনকরের অবশ্য বক্তব্য, জাতীয় শিক্ষানীতি একটা মাইল ফলক৷ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে এই নীতি কার্যকর করা উচিত৷ অন্যদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষাকে সরকারি প্রভাবমুক্ত রাখতে চায় কেন্দ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *