কলকাতা: কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরো কড়া বিধিনিষেধ জারি করেছে। প্রত্যেক যাত্রীকে আবশ্যিকভাবে ২২ দিন হোম আইসোলেশনে থাকতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। কোনও যাত্রীর rt-pcr রিপোর্ট নেগেটিভ এলেও প্রথম দফায় তাকে সাতদিন নিভৃতবাসে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতকে বিদেশ থেকে ফিরে আসা যাত্রীদের উপরে নজর রাখার কথা বলা হয়েছে।
জানান হয়েছে, সাত দিনের মাথায় নেগেটিভ থাকা যাত্রীদের আবার rt-pcr পরীক্ষা করা হবে। তারপরেও রিপোর্ট নেগেটিভ এলে যাত্রীদের আরো ১৪ দিনের জন্য নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। পজেটিভ রোগীদের প্রয়োজনে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন মুক্ত হয়েছেন ১ জন, বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বিদেশ না গিয়েও ১১ জনের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪ জন, বিদেশ সফরের রেকর্ড রয়েছে ১ জনের। তাহলে কি বাংলায় ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হল? আতঙ্ক বাড়াচ্ছে এই প্রশ্ন।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তারা সকলেই মৃদু উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং তারা পরবর্তী ক্ষেত্রে পজিটিভ আসেন। নতুন করে আক্রান্তের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজন থাকেন দমদমে, অন্যজন হাওড়ার। আরও জানা গিয়েছে, ১০৭ জনের নমুনা জিনোম সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যেই ৫ জন ওমিক্রন পজিটিভ এসেছেন। যিনি বিদেশ সফরে গিয়েছিলেন সাম্প্রতিকালে তিনি তানজানিয়া থেকে এসেছিলেন। তবে বাকিদের, যাদের বিদেশ সফরের সাম্প্রতিক কোনও ইতিহাস নেই, তারা কী ভাবে আক্রান্ত হলেন ওমিক্রনে, সেই প্রশ্নের উত্তর আপাতত মিলছে না।