কনটেনমেন্ট জোনের লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য, জারি নির্দেশিকা

কনটেনমেন্ট জোনের লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য, জারি নির্দেশিকা

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ বাড়ছে দৈনিক সংক্রমণ৷ আর তাতেই উদ্বিগ্ন সাধারণ জনতা৷ বাড়তে থাকা করোনা পরিস্থিতি রুখতে কনটেনমেন্ট জোনে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার৷

রাজ্যের কনটেনমেন্ট জোনের লকডাউন আরও ৩ দিন বাড়ানোর নির্দেশ পাঠানো হয়েছে৷ আগামী ১৯ জুলাই পর্যন্ত জারি থাকবে লকডাউন বিধি৷ বিজ্ঞপ্তি জারি করে সমস্ত জেলাশাসকদের নির্দেশ পাঠিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷ কনটেনমেন্ট জোনে লকডাউন বিধি কার্যকর করার পাশাপাশি আগামিকাল থেকে উত্তরবঙ্গের ৫ শহরে লকডাউন বিধি কার্যকর করা হচ্ছে৷ মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি শহরের লকডাউন করা হচ্ছে৷ রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে আগামী ১৯ জুলাই পর্যন্ত লকডাউন চলবে৷ লাকডাউন বিধি কার্যকর হলেও জরুরি পরিষেবা ও সুবিধা পাওয়া যাবে৷

অন্যদিকে গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ ৯ লক্ষ্য পেরিয়ে গিয়েছে৷ শেষ ২৪ ঘণ্টায় দেশের সংক্রমিত হয়েছে ২৬ হাজার ৪৯৮ জন৷ অন্যদিকে রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৩৯০ জন৷ একদিনে রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে৷ এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন প্রায় ২০ হাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =