৫ দিন নয়, ছুটি মিলবে ১০ দিন! রাজ্য সরকারি কর্মীদের পুজোর ‘উপহার’ মমতার

৫ দিন নয়, ছুটি মিলবে ১০ দিন! রাজ্য সরকারি কর্মীদের পুজোর ‘উপহার’ মমতার

কলকাতা: পুজোয় রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর৷ ৫ দিন নয়, এবার পুজোয় মিলবে ১০ দিন ছুটি৷ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ অর্থাৎ এবার পুজোয় ডবল ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী৷ ছুটি শুরু হচ্ছে পঞ্চমী থেকেই৷ এক ঝলকে দেখে নিন ছুটির তালিকা-

 

 

•    ৩০ সেপ্টেম্বর (শুক্রবার): দুর্গাপুজোর মহাপঞ্চমী। অন্যান্য বছর সাধারণত দুর্গা পঞ্চমীতে ছুটি থাকে না। এবার রাজ্য সরকারের তরফে এদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে।
•    ১ অক্টোবর (শনিবার): দুর্গাপুজোর মহাষষ্ঠী৷ এদিও ছুটি থাকবে রাজ্য সরকারের সমস্ত দফতর৷
•    ২ অক্টোবর (রবিবার): এই বছর সপ্তমী পড়েছে রবিবার৷ ফলে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকছে। রবিবার না হলেও ওই দিন ছুটি থাকত। ওই দিন আবার গান্ধীজয়ন্তীও।
•    ৩ অক্টোবর (সোমবার): ওই দিন মহাষ্টমী। এনআই অ্যাক্টে দুর্গাপুজোর অষ্টমীতে ছুটি থাকে।
•    ৪ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপুজোর মহানবমী সেদিন। প্রতিবারের মতো এবছরও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে।
•    ৫ অক্টোবর (বুধবার): এদিন বিজয়া দশমী৷ এদিনও ছুটি থাকে।
•    ৬ অক্টোবর (বৃহস্পতিবার): দুর্গাপুজোর একাদশীতে রয়েছে বাড়তি ছুটি।
•    ৭ অক্টোবর (শুক্রবার): দ্বাদশী খুলে যেত সরকারি দফতর। তবে এ বছর ছুটি দিয়েছে রাজ্য সরকার। কারণ ওই দিন জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভাল হবে।
•    ৮ অক্টোবর (শনিবার): এদিনও দুর্বাপুজো উপলক্ষে রাজ্য সরকারের অতিরিক্ত ছুটি রয়েছে। সেদিন আবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল৷ 
•    ৯ অক্টোবর (রবিবার): এদিন পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো৷ তবে রবিবার হওয়ায় এমনিতেই সাপ্তাহিক ছুটি রয়েছে৷ 

 

পুজোয় দশদিন ছুটি পেলেও রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন, ছুটির ‘উপহার’ না দিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়া হোক। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান, রাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ মাত্র তিন শতাংশ।