DA-র বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের, ৩ শতাংশ হারে কারা পাবেন?

DA-র বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের, ৩ শতাংশ হারে কারা পাবেন?

7b49a27a4c38fc30de2c300a1abf6971

কলকাতা: সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি স্বীকৃত এবং সব বেসরকারি কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে এই ঘোষণা করা হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বেসিক পে ২ লক্ষ ১ হাজার টাকা পর্যন্ত তাদের তার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পাশাপাশি উচ্চশিক্ষা দফতরের অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মীরাও এই হারে মহার্ঘ ভাতা পাবেন।

আরও পড়ুন- আপাতত জেলেই থাকতে হবে ‘অপা’কে, বাড়ল হেফাজতের মেয়াদ

কিন্তু এই ঘোষণা কবে থেকে কার্যকর? জানান হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এই নিয়ে কর্মচারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, অর্থ দফতর অনেক আগেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলেও উচ্চশিক্ষা দফতরের তরফে এতদিন বাদে তা ‘কোট’ করে প্রকাশ করা হল। এখন ওই দফতরের কর্মীরাও এই হারে মহার্ঘ ভাতা পাবেন। এই দিকে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার সময়সীমাও আজ শেষ হচ্ছে।

9b5b9c4283e7de9518793aa9824d2b85

নিয়ম অনুযায়ী, অর্থ দফতর প্রথমে কেন্দ্রীয়ভাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। তার তিন থেকে চার মাসের মধ্যে বিভিন্ন দফতরগুলি তাকে ‘কোট’ করে একই বিজ্ঞপ্তি জারি করে। তারপর থেকেই সেই দফতরের অধীনে থাকা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু এক্ষেত্রে অর্থ দফতর গত বছর এই বিজ্ঞপ্তি জারি করলেও উচ্চশিক্ষা দফতর তার প্রায় ১৯ মাস বাদে তা প্রকাশ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *