আজই ‘শাহি’ সাক্ষাতের সম্ভাবনা, রাজ্যপালের ভূমিকা নিয়ে কৌতূহল বাড়ছে

আজই ‘শাহি’ সাক্ষাতের সম্ভাবনা, রাজ্যপালের ভূমিকা নিয়ে কৌতূহল বাড়ছে

নয়াদিল্লি: শনিবারই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে রাজ্যের ভোটের খবর নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে রবিবার দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু হয়েছে যে, দিল্লি গিয়ে বাংলার ভোট পরিস্থিতি নিয়ে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনও বৈঠক হবে কিনা। এই মুহূর্তে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাই তাঁদের এই সাক্ষাৎ নিয়ে এখন চর্চা তুঙ্গে। 

নিজেকে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’ বলে চিহ্নিত করতে চাওয়া সিভি আনন্দ বোস পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন। এইসব জায়গায় ব্যাপক হিংসা এবং অশান্তির ঘটনা ঘটেছিল বটে। আর ভোটের দিন যা হয়েছে তা নিয়ে আলাদা করে কথা বলার দরকার পড়ে না। তাহলে কি নিজের মতো কোনও রিপোর্ট রাজ্যপাল বোসন কেন্দ্রীয় মন্ত্রককে দিতে চলেছেন? কৌতূহল থেকেই যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল নিজে। তিনি শুধু দিল্লি যাওয়ার আগে জানিয়েছিলেন, ‘তাজা’ হাওয়া নিতে যাচ্ছেন। 

শনিবার পঞ্চায়েত ভোটের সকাল থেকেই পথে নেমেছিলেন রাজ্যপাল। গাড়িতে একের পর এক বুথ পরিদর্শন করেছেন তিনি। ভোটারদের তো বটেই, ভোটকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথাও তিনি শুনেছেন মন দিয়ে। যথাযথ ব্যবস্থা করার আশ্বাসও তিনি দিয়েছেন। তাই তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঠিক কী কথা হয়, তা জানার জন্য উদগ্রীব সকলেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =