‘আয়ুষ্মান ভারতের সুফল পেন না বাংলা’ করোনা টিকার ট্রায়ালের গিয়ে খোঁচা রাজ্যপালের

‘আয়ুষ্মান ভারতের সুফল পেন না বাংলা’ করোনা টিকার ট্রায়ালের গিয়ে খোঁচা রাজ্যপালের

কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালের নাইসেডে বুধবার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ট্রায়াল৷ কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এই টিকা নেবেন রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হকিমও৷ দিন কয়েক আগেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে ১ হাজার টিকা এসে পৌঁছয় নইসেডে৷   

আরও পড়ুন- শীলভদ্রের মান ভাঙাতে বিধায়কের বাড়িতে পিকের দল, অসন্তোষ বাড়ায় ছুটলেন জ্যোতিপ্রিয়

এদিন রাজ্যপাল বলেন, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্য পাবে বলেই আমি আশাবাদী৷ এই ট্রায়ালে এক হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন৷ বহু মানুষ তাঁর কাছে ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন বলেও জানান রাজ্যপাল৷ তিনি বলেন, এটাই আমাদের দেশের চেতনা৷ আজা গোটা বিশ্ব কোভিড প্যান্ডেমিকের গ্রাসে৷ উন্নত পরিকাঠামো থাকা সত্ত্বেও বহু দেশ করোনায় কাবু৷ অন্যদিকে, আমাদের দেশের মতো বৃহত্তম গণতন্ত্রে উল্লেখজনক ভাবে কাজ করা হয়েছে৷ সজাগ নেতৃত্ব, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্যই এটা সম্ভব হয়েছে৷ আমরা করোনার মোকাবিলা করতে পেরেছি৷ অন্য দেশের তুলনায় ভারতের কোভিড পরিস্থিতি অনেক ভালো৷ এই সাফল্য আমাদের দেশের মানুষ, সুশাসনকে উৎসর্গ করছি৷ 

আরও পড়ুন- সারদা মামলায় নয়া মোড়! দেবযানীকে ৮ সপ্তাহ সময় হাইকোর্টের

তাঁর কথায়, বিপুল জনসংখ্যার বৈচিত্রে ভরা আমাদের দেশ৷ বিভিন্ন ধর্ম, সম্প্রদায়ের দেশ হওয়া সত্ত্বেও এখানে অদ্ভূতভাবে অসাধারণ কাজ করা হয়েছে৷ এই সাফল্যের জন্য আয়ুষ্মান ভারতের কথা বলতেই হয়৷ আয়ুষ্মান ভারতের জন্য চিকিৎসার জগতে এত বড় সাফল্য এসেছে৷ তবে দুর্ভাগ্যজনকভাবে আয়ুষ্মান ভারতের সুফল পেল না বাংলা৷ পশ্চিমবাংলায় ভালো কাজ হয়নি৷ তবে চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ, ডায়গনস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক সকলেই অসাধারণ কাজ করেছে বলেও উল্লেখ করেন রাজ্যপাল৷

তিনি বলেন, প্যান্ডেমিক থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে পারব৷ এই করোনার কঠিন সময়েও মানুষ যে ভাবে এগিয়ে এসেছে, হাতে হাতে রেখে কাজ করেছে, তাকে সাধুবাদ জানাই৷ তবে রাজ্যকে বিঁধে তিনি বলেন, আমাদের কাজে স্বচ্ছতা আনা ও দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন হওয়া উচিত৷ সকলকে সংবিধান মেনে কাজ করতে হবে৷ এ রাজ্যে মুখ্যমন্ত্রী কোভিড সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠন করেছিলেন অগাস্ট মাসে৷ এখানেও দুর্নীতি হয়েছে৷ প্যান্ডেমিক সংক্রান্ত যে ক্রয় করা হয়েছে, সেই হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত বলেও দাবি জানান রাজ্যপাল৷ সেই সঙ্গে কোভিড যোদ্ধাদের প্রতি সহমর্মিতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =