ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়, কেমন আছেন তিনি?

ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়, কেমন আছেন তিনি?

7e6d83d9b6b8bf8c49d86ffe41b909e0

কলকাতা:  উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই দিল্লিতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি৷ আর সেখানে গিয়েই ম্যালেরিয়া আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ দিল্লির বঙ্গভবন থেকে এমনটাই জানা গিয়েছে। 

আরও পড়ুন- রাজনীতির নৈতিকতা ধ্বংস করছেন মমতা, অভিযোগ মীনাক্ষীর

পুজোর মধ্যে সস্ত্রীক দার্জিলিং গিয়েছিলেন রাজ্যপাল৷ সপ্তমীর দিন সকালে কলকাতা থেকে রওনা দেন তিনি৷ সেখান থেকে ফিরে ৩ দিন আগে দিল্লিতে যান ছুটি কাটাতে৷ বাগডোগরা থেকেই ধরেন দিল্লির বিমান৷ শুক্রবার থেকে শরীরে জ্বর ছিল তাঁর। শনিবার রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়ে৷ দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর৷ তবে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

দিন দশ উত্তরবঙ্গে ছুটির মেজাজেই কাটিয়েছেন রাজ্যপাল৷ উত্তরবঙ্গে গিয়ে টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত বেড়াতেও গিয়েছিলেন তিনি। ঘুমে পৌঁছে সেখানকার মিউজিয়ামও ঘুরে দেখেন৷ তার পর থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ হতে শুরু করে। এরইমধ্যে তিনি কলকাতায় না ফিরে বাগডোগরা হয়ে সোজা দিল্লি চলে যান৷ গত চারদিন ধরে সপরিবারে বঙ্গ ভবনেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জানা গিয়েছে, দিল্লিতে পৌঁছনোর আগেও সুস্থই ছিলেন তিনি। কিন্তু দিল্লিতে পা রাখার পরেই অসুস্থ বোধ করেন৷ শুক্রবার হঠাৎ করেই জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্ত পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়ে৷ তবে জ্বর অনেকটা কমেছে এখন৷ তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *