bengal governor
কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। দেশের শীর্ষ আদালতে কার্যত তারাই জয় পেল, হারলেন বোস। কারণ, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যপাল আর অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এমন নির্দেশই দিয়েছে। তবে এই সিদ্ধান্ত ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে।
রাজ্য সরকার ও রাজভবনের সংঘাতের ফলে এখনও পর্যন্ত বাংলার ৩১টি বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য নেই। যদিও গত ২১ আগস্ট সুপ্রিম কোর্ট স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সেই নিয়ে টালমাটাল পরিস্থিতি বজায় থাকে। পরে আদালত সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় এবং জানানো হয় রাজ্য সরকার, রাজ্যপাল ও ইউজিসি-কে তিন থেকে পাঁচ জন বিশিষ্ট ব্যক্তির নাম সুপারিশ করতে হবে সার্চ কমিটির জন্য। এর পাশাপাশি রাজ্যের রাজ্যপালকে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, কেন তিনি সরকারের সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠকে বসেননি? সূত্রের খবর, তারপরেও সার্চ কমিটি গঠন হয়নি, যদিও আরও ছ’টি বিশ্ববিদ্যালয়ে একক ভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন বোস।
গোটা ইস্যুতে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যপাল যে ১১ জনকে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন, তাঁরা কোনও সুযোগ-সুবিধা পাবেন না। এমনকি তাঁরা বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবেন না। তাছাড়া অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের যা যা আপত্তি রয়েছে, তা পরের শুনানিতে আদালতে জানাতে হবে।