নয়াদিল্লি: রাজধানী সফরে গিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনেকেরই কৌতূহল ছিল যে, এই দুজনের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয় তা নিয়ে। অনুমান করা হয়েছে, বাংলার ভোট পরিস্থিতি নিয়েই রিপোর্ট দিতে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। কিন্তু শুধুই কি তাই? শাহি সাক্ষাৎ সেরে বেরনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বাংলার রাজ্যপাল। তা নতুন করে জলঘোলা তৈরি করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নয়াদিল্লিতে সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। এরপর সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি শুধু বলেন, ভোরের ঠিক আগেই সবথেকে বেশি অন্ধকার থাকে। আর কনকনে শীত আসলেই বোঝা যায়, বসন্তও বেশি দূরে নেই। রাজ্যপালের এই মন্তব্যের বিশেষ কিছু বোঝা না গেলেও আলোচনা শুরু হয়েছে যে তিনি বাংলার রাজনৈতিক পরিবর্তন ইস্যু নিয়ে কিছু ইঙ্গিত দিলেন কিনা। নাকি এমনিই এমন মন্তব্য করে কৌতূহল বাড়িয়ে রাখলেন। তাহলে কি পঞ্চায়েত ভোট পরবর্তী রিপোর্ট তিনি অমিত শাহকে দিলেন?
গত কয়েকদিন ধরেই তিনি বাংলার পঞ্চায়েত ভোট পরিস্থিতি নিয়ে ক্রমাগত অসন্তোষ প্রকাশ করে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকার তো বটেই, সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকেও আক্রমণ করেন তিনি। এমনকি হিংসা ছড়িয়ে পড়া রাজ্যের বিভিন্ন জায়গাতেও তিনি গিয়েছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যপাল অন্ধকার বলতে বাংলার ভোট পরিস্থিতির কথাই বোঝাতে চেয়েছেন।