নিজস্ব সংবাদাদাতা, কলকাতা: ডিজিটাল রেশন কার্ডের পর এবার রেশন ব্যবস্থাকে আরও সরলীকরণ করতে এবার ই-রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার৷ আজ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থায় গ্রাহকদের হাতে কোন কার্ড না থাকলেও শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললে তারা সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন কার্ড তৈরির জটিলতা কাটিয়ে তার সুবিধা সবার কাছে পৌছে দিতে এই ব্যবস্থা চালু হলে বর্তমানে থাকা ডিজিটাল রেশন কার্ড ধাপে ধাপে তুলে নেওয়া হবে। নতুন ব্যবস্থায় খাদ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ই- রেশন কার্ডের জন্য ফর্ম পূরন করলেই মোবাইলে একটি ওটিপি যাবে। তার মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই হলেই তাকে একটি রেজিস্টার্ড নম্বর এবং পিডিএফ ফর্মাটে ই রেশন কার্ড পাঠানো হবে। সেটি ডাউনলোড করে নিলেই রেশনের সব সুবিধা পাবেন গ্রাহকরা।
খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, রাজ্যে প্রায় ১০ কোটি মানুষেরই ডিজিটাল রেশন কার্ড পৌঁছনোর কথা। কিন্তু ভোট দোরগোড়ায় এসে গেলেও ডাক-সমস্যার জেরে প্রচুর মানুষের হাতে এখনও তা পৌঁছয়নি। আবার সব ডিজিটাল রেশন কার্ড সঠিক হাতে রয়েছে কি না অর্থাত্ কোনও ভুয়ো গ্রাহক রয়েছে কিনা, তা নিয়েও এখন নিশ্চিত হতে চাইছে প্রশাসন। এই ই-রেশন কার্ড পরিষেবা চালু হলে এই সবক’টি সমস্যার থেকেই রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন তারা।