রাজ্যে আদৌ হবে সাপ্তাহিক লকডাউন? নয়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আদৌ হবে সাপ্তাহিক লকডাউন? নয়া নির্দেশিকা নবান্নের

96b1d07e5a0141967e850b4cb6666b4b

কলকাতা: আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪। নয়া এই পর্বে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কনটেনমেন্ট জোনের বাইরে কোথাও নতুন করে লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্য সরকার। এখনতো লকডাউন করতে হলে কেন্দ্রের সঙ্গে আলাপ-আলোচনা করে নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণার পর বাংলায় পূর্বঘোষিত লকডাউন কর্মসূচি কার্যকারিতা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সাপ্তাহিক লকডাউন কার্যকর করার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নবান্ন।

নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী তিন দিন, অর্থাৎ ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে।সোমবার, রাজ্যজুড়ে লকডাউন জারি থাকলেও নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে। একই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর সোমবার, ১১ সেপ্টেম্বর শুক্রবার এবং ১১ সেপ্টেম্বর শনিবার রাজ্যে সার্বিক লকডাউন বিধি কার্যকর থাকবে।

যদিও গত শনিবার আনলক ৪ পর্বের নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছিলেন, কেন্দ্রের অনুমতি ছাড়া কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্য। কিন্তু সংক্রমণ রুখতে লকডাউন বিধি ঘিরে কেন্দ্র ও রাজ্যের পৃথক নির্দেশিকায় বিভ্রান্ত সাধারণ জনতা। লকডাউন বিধি পালন করাকে কেন্দ্র করে আগেও কেন্দ্র-রাজ্যের সংঘাত দেখেছে গোটা বাংলা। এবার লকডাউন বিধি না কার্যকর করা নিয়েও কি একই পথে হাঁটতে চলেছে কেন্দ্র ও রাজ্য? সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পর্যবেক্ষক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *