নয়াদিল্লি: কর বাবদ প্রাপ্য দুই কিস্তির মোট অর্থ ৮ হাজার ৭৭৬ কোটি ৭৬ লক্ষ টাকা আজ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে প্রদান করেছে। বাংলা ছাড়াও ত্রিপুরা ৮২৬ কোটি টাকা এবং অসম ৩ হাজার ৬৪৯ কোটি ৩০ লক্ষ টাকা এই খাতে পেয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার ১০ আগস্ট মোট ১ লক্ষ ১৬ হাজার ৬৬৫ কোটি ৭৫ লক্ষ টাকা হস্তান্তরিত করেছে। আসলে প্রতি মাসেই রাজ্যগুলিকে এই খাতে ৫৮ হাজার ৩৩২ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়া হয়। রাজ্যগুলির মূলধনের যোগান এবং উন্নয়ন খাতে ব্যয়ের জন্য কোনও সমস্যা যাতে না হয় সেই প্রেক্ষিতেই এই টাকা প্রদান। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই খবর জানিয়ে এমনটাই বলেছে।
আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির ‘বি-টিম’ বলে নিশানা
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বকেয়া টাকার ইস্যু নিয়ে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা জানান, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বকেয়া। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, করের ভাগ, অর্থ কমিশনের হিসেব বাবদ কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি পায় রাজ্য। উপরিউক্ত ক্ষেত্র ছাড়াও শিক্ষা মিশন, মিড-ডে-মিল, স্বচ্ছ ভারত মিশন সহ প্রায় ১৩ টি প্রকল্পের অর্থ বকেয়া আছে বলে জানান হয়েছে এই চিঠিতে।
যদিও এই চিঠির পালটা একটি চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি জানিয়েছিলেন, বিরাট অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে বাংলায়। সেই কারণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। তাঁর কথায় কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা বরাদ্দ করা তহবিল নয়ছয় করা হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, বাংলার মানুষের প্রতি চরম বঞ্চনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।