কলকাতা: করোনা উদ্বেগের মধ্যেই বড়সড় স্বস্তির খবর৷ করোনামুক্ত রাজ্যের প্রথম তিন আক্রান্ত৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আজ তাঁদের মুক্তি দেওয়া হবে৷ তবে বাড়ি ফিরলেও ১৪ দিনের জন্যহোম কোয়ারন্ডেটনে থাকতেই হবে তাঁদের৷
করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে উঠেপড়ে লেগেছেন গোটা বিশ্বের গবেষকরা৷ পিছিয়ে নেই ভারত৷ চলছে গবেষণা৷ গোটা বিশ্বজুড়ে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ ভারত তার ব্যতিক্রম নয়৷ বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আশার আলো দেখা যাচ্ছে বাংলা৷
জানা গিয়েছে, বাংলায় প্রথম করোনা আক্রান্ত তিনজনের ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ আজ তাঁদেক ছুটি দেওয়া হতে পারে৷ ওই তিন জনের শেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ শেষ রিপোর্টে বাংলায় প্রথম করোনা আক্রান্ত আমলা পুত্র শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়নি৷ সুস্থ হয়ে উঠেছেন লন্ডন ফেরত করোনা আক্রান্ত যুবকের বাবা৷ তিনি রাজ্যের চতুর্থ করোনা আক্রান্ত৷ স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আজ ওই তিন জনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেওয়া হবে৷ তবে বাড়িতে থাকলেও তাঁদের ১৪ দিন জন্য হোম কোয়ারন্ডেটনে থাকতেই হবে৷ দেওয়া হবে বিশেষ নির্দেশিকা৷