ঋণের দায়ে ফের আত্মহত্যা বাংলার কৃষকের

রায়গঞ্জ: পাওনাদারদের চাপ আর সহ্য করতে পারলেন না। তাই শনিবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ঋণগ্রস্ত এক ক্ষুদ্র কৃষক। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকার হজরতপুর গ্রামে। আইনুল হক নামের ওই কৃষক ধানের দাম না পেয়ে ঋণ শোধ করতে পারেননি বলে তাঁর স্ত্রী জানিয়েছেন। ৩৫বছরের আইনুল হকের দুই সন্তান

d47630b82bf76561c0da536d7a22cf6d

ঋণের দায়ে ফের আত্মহত্যা বাংলার কৃষকের

রায়গঞ্জ: পাওনাদারদের চাপ আর সহ্য করতে পারলেন না। তাই শনিবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ঋণগ্রস্ত এক ক্ষুদ্র কৃষক। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকার হজরতপুর গ্রামে। আইনুল হক নামের ওই কৃষক ধানের দাম না পেয়ে ঋণ শোধ করতে পারেননি বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।

৩৫বছরের আইনুল হকের দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। শনিবার গভীর রাতে বাড়ি থেকে কীটনাশক সঙ্গে নিয়ে হঠাৎ বেরিয়ে যান আইনুল হক। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে সেই কীটনাশক খেয়ে সেখানেই পরে যান। পরে এলাকার বাসিন্দারা তাঁকে সেই অবস্থায় দেখতে পেয়ে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে নিয়ে গেলে রায়গঞ্জ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ময়নাতদন্তের পরে রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সোমবার আত্মঘাতী এই প্রান্তিক কৃষকের বাড়িতে যান সিপিআই(এম) নেতা দেবব্রত সরকার, দেবাশীষ পাট্টাদার, শিবাজী প্রসন্ন রায়। পরিবারের প্রতি সমবেদনা জানান পার্টি নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, শনিবার কয়েকজন পাওনাদার টাকা চাইতে এসেছিলেন। ঋণের টাকা ফেরত দিতে না পারলে বাড়ির দলিল বন্ধক রাখার জন্য চাপ দিয়েছিলেন তাঁরা। এই চাপ সহ্য করতে না পেরেই বাড়িতে রাখা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আইনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *