৮ম দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

৮ম দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

1023f520f459265f42c3f040ece1d505

 

কলকাতা: বেনজির ভাবে রাজ্যে আট দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ ২৭ মার্চ থেকে শুরু হয়ে ভোট পর্ব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত৷ প্রথম দফার নির্বাচন হতে চলেছে ৩০টি আসনে৷ ২৭ মার্চ প্রথম দফায় ভোট৷ দ্বিতীয় দফায় ৩০টি কেন্দ্রে ভোট হবে৷ আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট হবে৷ চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট হবে আগামী ১০ এপ্রিল৷ আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫ আসনে ভোট৷ ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি আসনে নির্বাচন৷ আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ৩৬টি আসনে ভোট৷ অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল৷ শেষ দফায় ভোট হবে ৩৫টি কেন্দ্রে৷ এই অষ্টম দফায় কোন কোন বিধানসভা এলাকায় ভোট হবে? দেখুন বিস্তারিত৷

আরও পড়ুন-  প্রথম দফায় কোন বিধানসভা কেন্দ্রে হবে নির্বাচন? দেখুন তালিকা

আরও পড়ুন- ২য় দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

আরও পড়ুন- ৩য় দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

অষ্টম দফা:  ৪৯ মানিকচক, ৫০ মালদহ (এসসি), ৫১ ইংলি বাজার, ৫২ মোথাবাড়ি, ৫৩ সুজাপুর, ৫৪ বৈষ্ণবনগর, ৬৬ খড়গ্রাম (এসসি), ৬৭ বুরুয়ান (এসসি), ৬৮ কান্দি, ৬৯ ভারতপুর, ৭০ রেজিনগর, ৭১ বেলডাঙ্গা, ৭২ বহরমপুর, ৭৩ হরিহরপাড়া, ৭৪ নওদা, ৭৫ ডোমকল, ৭৬ জলঙ্গি, ১৬২ চৌরঙ্গী, ১৬৩ এন্টালি, ১৬৪ বেলেঘাটা, ১৬৫ জোড়াসাঁকো, ১৬৬ শ্যামপুকুর, ১৬৭ মাণিকতলা, ১৬৮ কাশিপুর-বেলগাছিয়া, ২৮৪ দুবরাজপুর (এসসি), ২৮৫ সুরি, ২৮৬ বোলপুর, ২৮৭ নানুর (এসসি), ২৮৮ লাভপুর, ২৮৯ সাঁইথিয়া (এসসি), ২৯০ ময়ূরেশ্বর, ২৯১ রামপুরহাট, ২৯২ হানসান, ২৯৩ নলহাটি, ২৯৪ মুরারাই৷

আরও পড়ুন-  চতুর্থ দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

আরও পড়ুন- ৫ম দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

আরও পড়ুন-  ৬ষ্ঠ দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

আরও পড়ুন- ৭ম দফায় কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন? দেখুন তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *