পরিযায়ী শ্রমিক মামলায় বাংলাকে তীব্র সমালোচনা বম্বে হাইকোর্টের

পরিযায়ী শ্রমিক মামলায় বাংলাকে তীব্র সমালোচনা বম্বে হাইকোর্টের

মুম্বই: বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কম বিতর্ক হয়নি৷ বাংলার রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল বিতর্ক৷ উঠে ছিল ‘করোনা এক্সপ্রেসে’র তত্ত্ব৷ এবার সেই বিতর্কের মাঝে আরও অস্বস্তি আরও বম্বে হাইকোর্ট৷

বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে যথাযথ ব্যবস্থা নেয়নি রাজ্য৷ তৃণমূল সরকারের সরাসরি অভিযোগ তুলেছিলেন পরিচয় শ্রমিকদের একাংশ থেকে শুরু করে বিরোধী শিবির৷ এবার সেই সমস্ত অভিযোগকে কার্যত সীলমোহর দিল বম্বে আদালত৷ পরিযায়ী শ্রমিক মামলায় রাজ্য সরকারকে এজলাসের অন্দরে সমালোচনা করেছে  বম্বে হাইকোর্ট৷

পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা সমালোচনা করে বম্বে হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে৷ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ব্যবস্থাপনা উপযুক্ত ছিল না৷ একটা সময় পর শ্রমিকদের ঘরে ফেরাতে চাইনি বাংলা৷ অন্য রাজ্য থেকে শ্রমিক ট্রেন আসার অনুমতিও দেওয়া হয়নি৷ এমনই পর্যবেক্ষণে জানিয়েছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের আজ ছিল মুম্বইয়ের একটি শ্রমিক সংগঠনের মামলা৷ মামলার পরিপ্রেক্ষিতে আজ বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছে৷ লকডাউনে মহারাষ্ট্রে আটকে পড়া শ্রমিকদের নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত বাংলার ভূমিকা নিয়ে উষ্ণা প্রকাশ করেন৷

যদিও, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে এর আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ জানিয়েছেন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যথাযথ ব্যবস্থা করেছে৷ পরিযায়ী শ্রমিকদের কাজ ও নগদ অর্থের যোগান দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু বাংলায় করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ‘করোনা এক্সপ্রেস’ শব্দকে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি৷ খোদ অমিত শাহও এই নিয়ে আক্রমণ করতে ছাড়েননি৷ এবার আদালতের সমালোচনা, বাংলার অস্বস্তি আরও বাড়াল বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

আরও পড়ুন- https://www.republicworld.com/india-news/law-and-order/west-bengal-didnt-handle-migrants-issue-properly-bombay-hc.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *