অপরাধের তথ্য দেয়নি বাংলা? কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা দাবি রাজ্যের

অপরাধের তথ্য দেয়নি বাংলা? কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা দাবি রাজ্যের

নয়াদিল্লি:  যোগীর রাজ্যে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ৷ সংবাদমাধ্যমকে আটকে, নির্যাতিতা পরিবারের সদস্যদের গৃহবন্দি করে চলছে যোগী প্রশাসনের তদন্ত৷ উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে যখন গোটা দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক, তখন প্রশ্নের মুখে বাংলার অপরাধ-তথ্য৷ বাংলার অপরাধ তথ্য নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্র-রাজ্যের চাপানউতোর৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি রিপোর্টের জন্য ২০১৯ সালের কোনও তথ্য দেয়নি পশ্চিমবঙ্গ সরকার৷ ফলে, ২০১৮ সালের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ যদিও রাজ্যের দাবি, ৩১ জুলাই যাবতীয় তথ্য পাঠানো হলেও সেই তথ্য এনসিআরবি তথ্য গ্রহণ করেনি৷ কেন্দ্রের কাছে অপরাধের তথ্য পাঠিয়েছিল রাজ্য৷ এনসিআরবির চাওয়া তথ্যের ভিত্তিতে অগস্টের গোড়ায় দিকে উত্তর দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি৷ সাধারণত প্রতি বছর মার্চ কিংবা এপ্রিলের মধ্যে বিভিন্ন জেলা থেকে যাবতীয় তথ্য চলে আসে৷ কিন্তু, এবার করোনার কারণে সেই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়৷ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের কাছে তথ্য পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি বলে খবর৷ ৩০ জুনের মধ্যে তথ্য পাঠানোর কথা ছিল বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

প্রশ্ন উঠছে, কেন্দ্রের কাছে তথ্য পাঠানোর পর ২ মাস পরও কেন তথ্য যোগ তুলে ধরা হল না? আর যদি তথ্য না দেওয়ার অভিসন্ধি থাকে তাহলে ২০১৯ সালের দুর্ঘটনা ও আত্মহত্যার সংক্রান্ত পরিসংখ্যানে কীভাবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক তথ্য থাকল? কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ সামনেই বিধানসভা ভোট৷ তার আগে ২০১৮ সালের তথ্য তুলে ধরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নেতিবাচক ভাবে দেখানোর কৌশল? ’১৮-র তুলনায় ’১৯-এর পরিস্থিতি উন্নতি হয়েছে বলেই তথ্য চাপার চেষ্টা? কেন্দ্রের বিরুদ্ধে এবার সরব শাসক তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =