মালদহের বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা! সেতু বিপর্যয় নিয়ে শোকবার্তা মমতার

মালদহের বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা! সেতু বিপর্যয় নিয়ে শোকবার্তা মমতার

Malda Workers

আইজল: আচমকা নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় মিজোরামে ১৭ জন শ্রমিকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর। তবে সেখানে বাংলার বহু শ্রমিক আটকে রয়েছে বলেও জানা গিয়েছে। মালদহ থেকে ২৫ থেকে ৩০ জন শ্রমিক ওখানে কাছে গিয়েছিলেন। ওই ব্রিজেই কাজ করছিলেন তারা। আশঙ্কা করা হয়েছে তারা সকলেই মৃত। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও তথ্য সামনে আসেনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজ বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং মুখ্যসচিবকে পরিস্থিতির দিকে নজর রাখতেও নির্দেশ দিয়েছেন। বাংলার শ্রমিকদের নিয়ে তিনি চিন্তিত। 

মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আচমকাই নির্মীয়মাণ ওই রেল ব্রিজ ভেঙে পড়ে। দুর্ঘটনার মুহূর্তে ওই সেতুতে কাজ করছিলেন অন্তত ৩০-৩৫ জন শ্রমিক। এছাড়া ধসে পড়া ব্রিজের তলায় অনেকে আটকে পড়েন অনেকেই। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই সেতুতেই কাজ করছিলেন জেলার অনেকে। তাই বাংলার অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। 

এই ঘটনায় শোকজ্ঞাপন করে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, মিজোরামের ব্রিজ বিপর্যয়ের খবরে তিনি শোকাহত, মর্মাহত। মালদহের অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শোনা গিয়েছে। রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতার চেষ্টা করছে রাজ্য। মিজোরামের মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। এদিকে জোরকদমে উদ্ধারকাজ চলছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =