‘বলিদান ভোলার নয়’, কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদদের প্রতি শোকবার্তা মমতার

‘বলিদান ভোলার নয়’, কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদদের প্রতি শোকবার্তা মমতার

bengal cm

কলকাতা: জম্মু-কাশ্মীরের অনন্তনাগের গাড়োল এলাকায় গতকাল সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। এই ঘটনায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিক এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। এছাড়া একাধিক জন আহতও হন। এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদদের প্রতি শোকজ্ঞাপন করে টুইট করেছেন তিনি। 

বুধবার সকাল থেকে ওই জঙ্গিদের সঙ্গেই নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। আসলে অনন্তনাগের গাড়োল এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে ছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছিল সেনা এবং পুলিশ। সেই প্রেক্ষিতে সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। কোকারনাগ এলাকায় গুলিবিদ্ধ হন দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তা-সহ বেশ কয়েক জন। তাঁদের মধ্যে এই তিনজনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। শেষ পর্যন্ত তিন জনেরই মৃত্যু হয়। এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ”জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সাহসীদের আত্মা শান্তি পাক। দেশকে রক্ষা করার জন্য তাদের এই আত্মবলিদান কখনই ভোলার নয়।” 

জানা গিয়েছে, এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। এছাড়াও ছিলেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তিন শহিদের পরিবার। এই হামলার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী যারা লস্কর-ই-তইবার একটি অংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *