Aajbikel

'একটাই দুঃখ', সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বড় আক্ষেপ মুখ্যমন্ত্রীর

 | 
CM_mama

কলকাতা: ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল তা হয়তো আগে কোনও ভোটে হয়নি। তবে সেই নির্বাচনে বিজেপিকে কার্যত পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবেও হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃতীয়বার সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেও তাঁর গলায় আক্ষেপের সুর। একটি বিষয় নিয়ে তিনি খুবই দুঃখিত বলে জানিয়েছেন মমতা। বলাই বাহুল্য, তাঁর নিশানায় এবারেও সেই কেন্দ্রীয় সরকার। 

তৃতীয়বার সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে এক ভিডিও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একদিকে যেমন বিরোধীদের ঐক্যবদ্ধ হতে ডাক দেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। আর এই প্রেক্ষিতেই তাঁর দুঃখ প্রকাশ করেন। মমতা জানান, বামফ্রন্টের ৩৪ বছরের অত্যাচারী শাসনের পর তাঁদের সরকার ১২ বছর হল। এই সময়ে তারা বাংলাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন, বিশ্ব দরবারেও চর্চিত হচ্ছে বঙ্গ। কিন্তু দুঃখ কেবল একটাই। কেন্দ্রীয় সরকার থেকে তারা এখনও কোনও সহানুভূতি পেলেন না। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, তিনি ভেবেছিলেন ৩৪ বছরের সিপিএম সরকার চলে যাওয়ার পরে কেন্দ্রীয় সরকার থেকে তারা একটু সহানুভূতি পাবেন, ন্যায্য টাকাপয়সা পাবেন। কিন্তু তেমন কিছুই হয়নি, উলটে পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। 

তবে এই দাবি করার পাশাপাশি তিনি বাংলার মানুষকে এও বার্তা দেন যে, এত কিছুর মধ্যেও বাংলা মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রচুর কাজ হওয়ার পরেও কুৎসা এবং অপপ্রচার হয়েছে, তাও বাংলার উন্নয়ন আটকানো যায়নি বিরোধীদের পক্ষে। এই পরিপ্রেক্ষিতেই তাঁর আহ্বান, ভ্রাতৃত্ববোধ যেন বহাল থাকে। সম্প্রীতির পরিবেশ যেন নষ্ট না হয়। 

Around The Web

Trending News

You May like