bengal
কলকাতা: বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী তাহলে কি বাংলায় বিনিয়োগ করার জন্য মনস্থির করে ফেলেছে? বিদেশ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দুবাইয়ে এই গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে একান্তে বৈঠক করেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে ইতিবাচক কিছু ঠিক হয়েছে। ইঙ্গিত মিলেছে, আগামী দিনে বাংলার নিউটাউনে বিশ্বমানের শপিং মল হতে পারে। যার নেপথ্যে থাকবে এই লুলু গোষ্ঠী। এছাড়া বাংলায় একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা প্রবল হচ্ছে বলেও আশার আলো দেখা যাচ্ছে।
বিদেশ সফরে ইতিমধ্যেই একাধিক শিল্পপতিকে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে স্পষ্ট করে বলেন, বাংলাই গেম চেঞ্জার, দেশকে নেতৃত্ব দিচ্ছে। এবার যদি এই লুলু গোষ্ঠী বঙ্গে বিনিয়োগ করে তাহলে বাণিজ্য ক্ষেত্রে বাংলার যে অনেক বেশি লাভ হবে তা নিশ্চিত। দুবাই ও আবুধাবিতে হোটেল ব্যবসা রয়েছে এই লুলু গ্রুপের। বিশ্বের অন্যান্য দেশেও হোটেল এবং শপিং মল রয়েছে এই সংস্থার। তাই তারা যদি কলকাতা বা বাংলার অন্য প্রান্তে তাঁদের ব্যবসা শুরু করে, তাহলে বাংলা লাভ নিশ্চিত। ফলে দুবাই নিয়ে আশায় বুক বাঁধছে বাংলা৷
কয়েকদিন আগেই স্পেনের বণিকমহলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। ভারতকে নেতৃত্ব দিচ্ছে বাংলাই। তাই এই রাজ্যে বিনিয়োগ করলে লাভ ছাড়া ক্ষতি নেই। জমি থেকে যোগাযোগ, শ্রমিক সবই মিলবে পশ্চিমবঙ্গে। এছাড়া তিনি বিদেশি শিল্পপতিদের জানান, বঙ্গে আগে কথায় কথায় বনধ হত। এখন একটাও কর্মদিবস নষ্ট হয় না।