নববর্ষের গোড়াতেই আগামী বাণিজ্য সম্মেলন, হয়ে গেল দিন ঘোষণা

নববর্ষের গোড়াতেই আগামী বাণিজ্য সম্মেলন, হয়ে গেল দিন ঘোষণা

কলকাতা: রাজ্যে আগামী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল আজই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানান হয়েছে, আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আজই এই ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির জন্য গত দুই বছর অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে আগামী বছরের ঘোষণা এখনই হয়ে গেল। 

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বাণিজ্য সম্মেলনের। এ নিয়ে একটি নির্দিষ্ট কমিটিও তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই কমিটিতে আছেন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে শিল্পপতিদের বিস্তারিতভাবে জানান হবে বলে জানিয়েছে সরকার। এর আগে রাজ্য সরকার আয়োজিত ওই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। আগামী বছরেই এই দৃশ্য দেখা যাবে বলেই অনুমান। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠিত হয়েছিল শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একাধিক পুজো কমিটিকে সম্মানিত করা হয় যার প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই অনুষ্ঠানে একদিকে যেমন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভূয়শী প্রশংসা করেন মমতা, অন্যদিকে ঘোষণা করেন যে আগামী বছরের শুরুর দিকেই মিলন মেলা গ্রাউন্ড আন্তর্জাতিক স্তরের হয়ে যাবে। এছাড়াও, ইকো পার্ক থেকে শুরু করে ওয়াক্স মিউজিয়াম, বিশ্ব বাংলা গেট সম্পর্কেও ঢালাও প্রশংসা করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, বিশ্ববাংলা কনভেনশন সেন্টার একটা দর্শনীয় স্থান হয়ে গেছে কারণ সারা পৃথিবীতে এত বড় আন্তর্জাতিক স্তরের কনভেনশন সেন্টার নেই। এর পাশেই একটা ওয়াক্স মিউজিয়াম করা হয়েছে লন্ডনের ওয়াক্স মিউজিয়ামের আদলে যেখানে কৃতি মানুষদের মোমের মূর্তি রাখা আছে। এর পাশাপাশি তিনি ইকো পার্ক সম্পর্কে, রাজ্য সরকার এই পার্ক এমন ভাবে তৈরি করেছে যে সারা পৃথিবীর কাছে এটা একটা অন্যতম দর্শনীয় স্থান এবং বিস্ময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *