কলকাতা: ফের বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বেঞ্চের সংঘাত কলকাতা হাইকোর্টে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস অনির্দিষ্টকালের জন্য বয়কটের সিদ্ধান্ত নিল হাইকোর্টের আইনজীবিদের একাংশ৷ অনির্দিষ্টকালের জন্য এই বয়কট চলবে বলে জানিয়েছে দিলেন তাঁরা৷
আরও পড়ুন- দেদার কোভিডবিধি ভঙ্গ রাতে, নৈশকার্ফু নিয়ে আরও কড়াকড়ি চায় নবান্ন
বর্ষীয়ান আইনজীবীদের একাংশের অভিযোগ, বিধি মেনে মামলা এজলাসে পাঠানো হয়নি৷ মঙ্গলবার থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাস বয়কট করা হবে৷ এদিন বৈঠকে অংশ নিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষের মতন আইনজীবীরা৷ ওই বৈঠকেই ঠিক হয় দুপুরের পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে কোনও শুনানিতে অংশ নেবেন না তাঁরা৷ আইনজীবীদের দাবি, যে ভাবে সিঙ্গল বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো হচ্ছে, যে ভাবে হাইকোর্ট প্রশাসন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ছে, তা এক কথায় নজিরবিহীন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এহেন আচরণের প্রতিবাদে তাঁরা তাঁর এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আইনজীবীদের বড় সংগঠন বার অ্যাসোসিয়েশন এই বয়কট এর বিরোধিতা করেছে।
এদিন দুপুর ২টোর পর থেকে পর পর চারটি মামলার শুনাি হয়৷ সেখানে বারের কোনও আইনজীবী অংশ নেননি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলার সময় আইনজীবীদের একাংশ সেখানে উপস্থিত হন৷