কলকাতা: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জুন থেকে সমস্ত ধর্মীয়স্থান খুলে দেওয়ার ঘোষণা করেছিলেন৷ ধর্মীয় স্থানে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। কিন্তু সেই পথে হাঁটল না বেলুড় নঠ, দক্ষিনেশ্বর, তারকেশ্বর কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়েছেন, এখুনি তাঁরা মন্দির খুলবেন না।
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সহ সমস্ত ধর্মীয় জায়গা খুলে দেওয়া হবে। তবে সেখানে ১০ জনের বেশি কেউ ভিড় করতে পারবে না। নবান্নের সাংবাদিক সম্মেলনের পরেই বেলুড় মঠের তরফে জানানো হয়, এখুনি জনসাধারণের উদ্দেশে খুলে দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। আগামী ১৫-১৬ দিন তাঁরা সেই ব্যবস্থা করতে সময় লাগবে। তারা জানিয়েছে, ১৬ থেকে ২০ জুনের মধ্যে তারা জন সাধারণের জন্য বেলুড় মঠ খুলে দিতে পারবেন। জানা গিয়েছে, তখন সকাল ৯টা থেকে ১১ টা এবং বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কবে থেকে মন্দির খোলা হবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ১৫ জুন বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে মন্দির খোলা হবে। এবং মন্দির খোলার পর কী সাবধানতা অবলম্বন করতে হবে।