নির্বাচনের আগে বাংলার প্রশাসনিক পদে ব্যাপক রদবদল!

নির্বাচনের আগে বাংলার প্রশাসনিক পদে ব্যাপক রদবদল!

 

কলকাতা: নির্বাচন ঘোষণার আগে বাংলায় ব্যাপক প্রশাসনিক রদবদল৷ বদলি হলেন জেলা শাসক৷ বাঁকুড়ার জেলাশাসক অরুণ প্রসাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁর সহধর্মিণী কে. রাধিকা আইয়ার। তিনি দুর্গাপুর স্পেশ্যাল কমিশনার জি.এসটি পদে কর্মরত ছিলেন বলে খবর৷ তাঁর জায়গায় দায়িত্বে এলেন বাঁকুড়ার এখনকার জেলাশাসক এস অরুণ প্রসাদ।

অন্যদিকে, বীরভূমের জেলাশাসক বিজয় ভারতীকে করা হল বর্ধমান ডিভিশনের কমিশনার। মালদা ডিভিশনের নতুন কমিশনার হলেন গুলাম আলি আনসারি। তাঁর জায়গায় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের সচিবের দায়িত্ব পেলেন পিবি সালিম। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এখন তিনি ডব্লিউপিডিসিএলের এমডি। এদিকে লেবার কমিশনার অভিনব চন্দ্রকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের বিভাগীয় সচিব পদে বসানো হল। 

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শৈবাল বর্মণকে করা হল অর্থ দফতরের বিভাগীয় সচিব। মঙ্গলবার তাঁকে অর্থদফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বুধবার সেই নির্দেশিরা পরিবর্তন করা হয়। ২০০৯ ব্যাচের আইজাজ আনোয়ারকে অর্থ দফতরের যুগ্ম সচিবের পাশাপাশি কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। তাঁর জায়গায় এক্সাইজ কমিশনার হলেন পূণ্যমবালম এস। তিনি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর পদের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব সামলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =