মোদির আগেই রাজভবনে মমতা, অপেক্ষা বৈঠকের

মোদির আগেই রাজভবনে মমতা, অপেক্ষা বৈঠকের

কলকাতা: ইঙ্গিত আগেই ছিল৷ এবার সেই সমস্ত ইঙ্গিত মিলিয়ে এই প্রথম রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজভবনে পৌঁছনার আগেই মুখ্যমন্ত্রী হাজির হয়ে যান রাজভবনে৷

জানা গিয়েছে, রাজভবনের নর্থ গেট দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় রাজভবনে অন্দরে প্রবেশ করে৷ ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে সেনার বিশেষ চপারে প্রধানমন্ত্রী রেসকোর্সে পৌঁছান৷ সেখান থেকে প্রধানমন্ত্রী যান রাজভবনে৷ সেখানেই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মোদি-মমতার বৈঠকের প্রস্তুতি শুরু হলেও শহর কলকাতাজুড়ে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা৷ বিমানবন্দর থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোদি বিরোধী স্লোগান তুলতে শুরু করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই রাজপথের ধরে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন শহরের কয়েক কয়েক হাজার পড়ুয়া৷ পড়ুয়াদের বিক্ষোভ থেকে উচ্ছে, ‘মোদি-মমতার সেটিং’ স্লোগান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =