নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার৷ শর্তসাপেক্ষে এবার গঙ্গাসাগর মেলার ছাড়পত্রও দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বৃহস্পতিবার মকর সংক্রান্তির পূণ্যতিথিতে গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত সাড়ে পনেরো লক্ষ পূন্যার্থী স্নান সেরেছেন। করোনা আবহে এবার ভিড় অনেক কম গঙ্গাসাগরে৷ জানা গিয়েছে, মেলায় আসার পথে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সময় সাগরদ্বীপে এখনও পর্যন্ত ৮ জনের শরীরে কোভিড পজিটিভ সংক্রমন ধরা পড়েছে৷
নিউ নর্মালে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানে অন্যবারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম। ভিন রাজ্য থেকে যে পুণ্যার্থীরা প্রতিবছর আসেন, এবার তাঁরাও কম এসেছেন। আজ গঙ্গাসাগরে এক সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বর্তমান কোভিড পরিস্থিতির জন্যে ২ লক্ষের কিছু বেশি মানুষ ই স্নান এবং ৫১ লক্ষ মানুষ কপিল মুনির মন্দিরের পুজো ই দর্শনের মাধ্যমে দেখেছেন। মেলায় আসার পথে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সময় সাগরদ্বীপে এখনও পর্যন্ত ৮ জনের শরীরে কোভিড পজিটিভ সংক্রমন ধরা পড়েছে বলে তিনি জানান। আজ দুই জন পূন্যার্থী হঠাত গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
বুধবার শেষপর্যন্ত শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। জলে ডুব দিয়ে সমুদ্রে স্নানের অনুমতি দিলেও, ই-স্নানের উপরেই জোর দিতে বলেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। করোনা সংক্রমন সতর্কতায় সাড়ে পাঁচ লক্ষ মাস্ক বিলি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷