প্রার্থী ঘোষণার আগেই বাঁকুড়ায় বাড়ি বাড়ি প্রচারে কল্যাণ, ‘লাভ হবে না’, কটাক্ষ বিজেপি’র

প্রার্থী ঘোষণার আগেই বাঁকুড়ায় বাড়ি বাড়ি প্রচারে কল্যাণ, ‘লাভ হবে না’, কটাক্ষ বিজেপি’র

বাঁকুড়া:  ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই আরও উত্তপ্ত বঙ্গ রাজনীতি৷ বাড়ছে যুযুধান দুই রাজনৈতিক শিবিরের আক্রমণ, পাল্টা আক্রমণের ঝাঁঝ৷ কিন্তু ভোট ঘোষণা হলেও এবার প্রথা ভেঙে তালিকা প্রকাশ করেনি তৃণমূল৷ কোন কেন্দ্রে কোন প্রার্থী ভোটে দাঁড়াচ্ছেন তা এখনও সম্পূর্ণ ধোঁয়াশা৷ কিন্তু প্রার্থী ঘোষণা না হলেও বাঁকুড়ায় প্রচার শুরু করে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  ‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়!’ তৃণমূলকে বিঁধে স্লোগান বিজেপির

শনিবার সকালে বাঁকুড়ার বিধায়ক শম্পা দড়িপাকে সঙ্গে নিয়ে পথে নামলেন তিনি৷ একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন শ্রীরামপুরের সাংসদ৷ কাঞ্চনপুর এলাকায় তিনি পৌঁছে যান মানুষের দোড়গোড়ায়৷ স্থানীয় মানুষের হাতে তুলে দেওয়া হয় গত দশ বছরে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড৷ এদিকে তৃণমূলের এই প্রচারকে বিঁধল বিজেপি৷ এদিন, রাঢ়বঙ্গ জোনের বিজেপি আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, ‘‘তৃণমূল যতই রিপোর্ট কার্ড দেখাক, ভোটবাক্সে তার কোনও প্রভাবই পড়বে না। প্রার্থীর নাম ঘোষণা করার আগে প্রচার শুরু করেও কোনও লাভ হবে না।’’   

বিজেপি’র এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল৷ পার্থ কুণ্ডুকে একহাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সরকারি প্রকল্পের কথা প্রতিদিন প্রচার করা হচ্ছে৷ আমরা আশাবাদী এই জেলার ১২টি আসনেই আমরা জিতব৷’’ প্রসঙ্গত, ২০১৬ সালে বাঁকুড়ায় কংগ্রেসের টিকিটে বিধানসভা ভোটে জিতেছিলেন শম্পা দরিপা৷ পরে তিনি তৃণমূল কংগ্রেসে নাম লেখান৷ 

আরও পড়ুন- ক্ষমতায় এলে রাজ্যে এক দফায় ভোট! দিলীপের মন্তব্যে খোঁচা তৃণমূলের

রাজ্যে আট দফা ভোট করার কথা ঘোষণা করছে নির্বাচন কমিশন৷ প্রথম দফার ভোট হবে ২৭ মার্চ৷ ভোট শেষ হবে ২৯ এপ্রিল৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নাখুশ শাসক দল৷ ভোট ঘোষণা হতেই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, কাকে সুবিধা দিতে আট দফা ভোট? তবে কি মোদী এবং অমিত শাহর সফর অনুযায়ী নির্বাচনের দিন ঠিক করা হয়েছে? প্রশ্ন তাঁর৷ মমতা আরও বলেন, ‘‘এক জেলায় দু’দু-বার নির্বাচন হবে৷ ২৩ দিন ধরে বাংলাকে ফুটবল মাঠ বানিয়ে খেলবে৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *