কালিয়াগঞ্জ: পেঁয়াজ চুরি করেছেন তিনি। এই অভিযোগে গ্রামে সালিশি সভা বসে। লাইট পোস্টে বেঁধে বেধড়ক পেটানো হয় বৃদ্ধাকে। শুধু তাই নয়, ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ওই বৃদ্ধাকে। আট দিনের মধ্যে ওই টাকা দিতে হবে। অপমান সহ্য করতে পারেননি ওই বৃদ্ধা। অপমানে আত্মঘাতী হলেন তিনি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রাম পঞ্চায়েতের মাজিরা গ্রামে। ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে আত্মীয়ের পরিবার।
বুধবার সকালে কালিয়াগঞ্জ থানার মাজিয়ার গ্রামে প্রতিবেশীর জমি থেকে পেঁয়াজ চুরি করার অপবাদে এক বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেধে মারধোর করা হয় বলে অভিযোগ। অভিযোগ বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সমাজের ডাকা ওই সালিশি সভায় বৃদ্ধাকে নিদান দেন জমির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা ও চুরি করার অপরাধে সমাজকে ১০ হাজার টাকা জরিমানার ৮ দিনের মধ্যে দিতে হবে। বৃদ্ধার জামাইকে খবর দিলে জামাই এসে অনেক অনুরোধ করলে জরিমানা কমিয়ে মোট ১৪ হাজার টাকা নির্ধারিত করা হয়। ঘটনার পর থেকেই লোক সমাজে আসছিলেন না বৃদ্ধা বলে জানা যায়। ৪ দিন পর রবিবার সকালে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তার ঘর থেকে। কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়৷ খবর দেওয়া হয় বৃদ্ধার ছেলেকে। বৃদ্ধার ছেলে দিল্লিতে শ্রমিকের কাজ করে। বৃদ্ধার মেয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় ঘটনার বিচার চেয়ে দারস্থ হয়েছেন। কালিয়াগঞ্জ থানা সূত্রের খবর, অভিযোগ পেলেই তদন্ত শুরু করা হবে।
প্রকাশ্যে সালিশি সভা হলেও, বৃদ্ধার মৃত্যুর পরে এই নিয়ে মুখ খুলতে চাইছেন না এলাকার কেউ। সালিশি সভার কথা মেনে নিলেও বৃদ্ধাকে মারধোর করার বা অর্থ জরিমানা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দলের প্রতীকে জেতা উপ প্রধান ননীগোপাল মন্ডল।