তৈরি থাকুন, এবার জাঁকিয়ে পড়বে শীত! ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা: স্বাভাবিক নিয়মেই শহরে ঢুকেছে শীত৷ ইতিমধ্যেই সকাল ও রাতের দিকে শহরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে৷ অগ্রহায়ণের গোড়ার দিকে এই ধরনের আবহাওয়া হয়ে থাকে৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবার শীত জাঁকিয়ে পড়ার সম্ভবনা রয়েছে৷ শীতের একেবারে গোড়ায়৷ কাশ্মীর ও উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তুরে হাওয়া প্রবল হতে পারে৷ তার জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে৷

তৈরি থাকুন, এবার জাঁকিয়ে পড়বে শীত! ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা: স্বাভাবিক নিয়মেই শহরে ঢুকেছে শীত৷ ইতিমধ্যেই সকাল ও রাতের দিকে শহরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে৷ অগ্রহায়ণের গোড়ার দিকে এই ধরনের আবহাওয়া হয়ে থাকে৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবার শীত জাঁকিয়ে পড়ার সম্ভবনা রয়েছে৷ শীতের একেবারে গোড়ায়৷ কাশ্মীর ও উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তুরে হাওয়া প্রবল হতে পারে৷ তার জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে৷ সঙ্গে বইবে উত্তুরে ঠান্ডা হাওয়া৷

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পরিস্থিতি খুব বেশি হেরফের না হলে প্রতিবছরের মতো নির্ধারিত সময় মেনে শীত পড়বে শহরে৷ পুরোদস্তুর শীত আসবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৫ ডিসেম্বর নাগাদ৷ আপাতত কলকাতা সহ গোটা রাজ্যে শীতের আমেজ অব্যাহত৷ অন্যদিকে বাতাসে আদ্রতার পরিমাণ কমতে শুরু করেছে৷

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত আকাশ পরিষ্কার থাকবে৷ তবে এরমধ্যে পশ্চিমী ঝঞ্জা হলে নির্ধারিত সময়ের আগে আসতে পারে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝার জম্মু-কাশ্মীরে তুষারপাতের ফলে আগামী দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে৷ দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে৷ আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =