কলকাতা: হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ (অডিও-ভিডিও)এল- “কনগ্র্যাজুলেশন, ম্যাঁয় অমিতাভ বচ্চন কে 'কৌনে বনেগা কড়োরপতি' শো সে বোল রহা হুঁ। লাকি ড্র মে আপন কা নম্বর সিলেক্ট হুয়া হ্যায়, আপ ২৫ লাখ রুপিয়া জিত চুকে হো।” এখানে ছবিতে অমিতাভ বচ্চনের ছবির সঙ্গে জিও-র লোগো দেখা যাচ্ছে। যদিও কেবিসি বা জিও কেউই এই ধরণের লটারির আয়োজন করে না। তবুও এই বার্তা পাওয়ায় পর এমন অযাচিত লক্ষ্মীলাভ থেকে কেউই বঞ্চিত হতে চাইবেন না এটাই স্বাভাবিক।
আবার যেখানে বিগ বি নিজেই এই বার্তা দিচ্ছে। আর এখানেই এই ধরনের সাইবার ক্রাইমের সফলতা। ঠিকই ধরেছেন ইদানিং নেট দুনিয়ায় নানান সাইবার ক্রাইমের তালিকায় রয়েছে এই চক্রের নামও। যারা কেবিসি-র নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাঙ্ক থেকে। এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ক্রিমিনালরা এটা ধরেই নিয়েছে যে, এই মোটা অংকের অর্থলাভ আর তাও বিশ্বস্ত কেবিসি-র পক্ষ থেকে, এমনকি কোনো বড়সড় শর্ত ছাড়াই, সেই ফাঁদে পা দেবেন না এমন মানুষ বিরল। কিন্তু এই বার্তায় সাড়া দিলে অর্থপ্রাপ্তি তো দুরস্ত উল্টে নিঃস্ব করে ছাড়বে আপনাকে।
বিগত দুবছর ধরে বেশ কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে বিভ্রান্ত করে এইভাবে ফাঁদে ফেলে আসছে এই ব্যাঙ্ক জালিয়াতি চক্র। এবছরেও যথেষ্টই সক্রিয় এই চক্র। এই মেসেজের মাধ্যমে আপনার ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকদের এই চক্র। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত অল্পশিক্ষিত বা অশিক্ষিত যুবক-যুবতীরাই এই চক্রের মূল লক্ষ্য। পাকিস্তানের একটি চক্র এই ক্রাইমের সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। এপর্যন্ত এই চক্রের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নেওয়া সমস্ত ব্যবস্থাই কার্যত বিফলে গেছে বলা যায়। কারণ বিগত দুবছরের মত এবছরের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এই ভুয়ো মেসেজ নিয়ে অভিযোগ জমা পড়ছে পুলিশের কাছে। কেবিসি, জিও-র পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে। এরপরেও এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।
বেশিরভাগ সময় যে নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপ-এ এই ধরণের মেসেজ আসছে তেমন কয়েকটি নম্বর হলো-
+91 80856 84042
+91 80856 84050
+91 80856 84052
+91 80856 84058
+91 80856 84073