কলকাতা: মানানসই পোশাক পরে টিকিট পরীক্ষক সেজে টাকা তোলার ফন্দি এঁটেছিল এক যুবক। বেশ কিছু দিন ধরে টিকিট পরীক্ষার কাজও করছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। আরপিএফের জালে ধরা পড়েছে ওই ব্যক্তি। আদালতের নির্দেশে আপাতত জেলে ঠাঁই হয়েছে তার। শিয়ালদহ স্টেশনের ঘটনা।
পূর্ব রেল সূত্রের খবর, ধৃত ভুয়ো টিকিট পরীক্ষকের নাম শান্তনু ভাদুড়ি। বাড়ি নিউ বারাকপুর এলাকায়। যাত্রীদের টিকিট পরীক্ষারত অবস্থায় ২ মার্চ আরপিএফের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ তাকে ধরে ফেলে স্টেশনের ৪-এ নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে, ধরা পড়ার পরও দমে যায়নি ওই যুবক। আরপিএফের জেরায় জোরের সঙ্গে দাবি করেছিল, সে হল শিয়ালদহ স্টেশনের ‘হেড টিটি’। চাওয়া হলে একটি নকল পরিচয়পত্রও দেখায় সে। সেটি দেখার পরই সন্দেহ দৃঢ় হয় আরপিএফের। চাওয়া হয় অন্যান্য নথি। সেসব অবশ্য দিতে পারেনি টিকিট পরীক্ষক সেজে থাকা ওই যুবক। ইতিমধ্যেই আরপিএফের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় সংশ্লিষ্ট দপ্তরে। সেই দপ্তর থেকে জানানো হয়, ওই নামের কোনও টিকিট পরীক্ষকই নেই। ধৃত যুবককে রেল পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।