সাবধান! আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন

কলকাতা: লেন ড্রাইভিং মিস করে গাড়ি চালালে বাজেয়াপ্ত হবে লাইসেন্স। নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার৷ গত দুমাসে শ্যামবাজার ট্রাফিক গার্ড ও সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডে দুর্ঘটনা সবচেয়ে বেশি। অনুজ শর্মা দায়িত্বভার নিয়ে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মাসিক রিভিউ মিটিঙে তিনি নির্দেশ দিয়েছেন, শুধু এই ২ ট্রাফিক গার্ডই নয়, সারা শহরেই লেন ভেঙে উল্টো

সাবধান! আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন

কলকাতা: লেন ড্রাইভিং মিস করে গাড়ি চালালে বাজেয়াপ্ত হবে লাইসেন্স। নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার৷

গত দুমাসে শ্যামবাজার ট্রাফিক গার্ড ও সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডে দুর্ঘটনা সবচেয়ে বেশি। অনুজ শর্মা দায়িত্বভার নিয়ে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মাসিক রিভিউ মিটিঙে তিনি নির্দেশ দিয়েছেন, শুধু এই ২ ট্রাফিক গার্ডই নয়, সারা শহরেই লেন ভেঙে উল্টো লেনে দিয়ে গাড়ি চালালে লাইসেন্স বাজেয়াপ্ত হবে। পাশাপাশি, কোনও জায়গায় গাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =