কলকাতা: ঝড়-বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি দুর্বল হয়ে পড়ায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকদিনের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। চলতি সপ্তাহে শেষে অব্যাহত থাকবে গরমের অস্বস্তি৷ মাস শেষে তীব্র হবে গরম৷
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতকবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহ হলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি হতে হবে। তাছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে হবে। তবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকারক গরম অনুভূত হচ্ছে।
আপাতত ঝড়-বৃষ্টি কোনও সম্ভবনা না থাকার কারণে চড়া রোদের জেরে তাপমাত্রা বেড়ে গিয়েছে। গরম বাড়লে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি হওয়ার মতো কোনও সক্রিয় অনুকূল পরিস্থিতি এখন দক্ষিণবঙ্গে নেই৷ বাংলার দিকে ধেয়ে আসছে গরম বাতাস৷ আর তার জেরে সপ্তা শেষে বাড়বে অস্বস্তি৷