কলকাতা: এ দিন বাজেট পেশের পর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্য সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। সেই বৈঠক থেকেই একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কলকাতার পুলিশ কমিশনার বদল। এছাড়াও বিসিএস অফিসারদের সার্ভিস সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। একাধিক সিদ্ধান্ত সেখানে হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে অনুমোদন দিয়েছেন বলে জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কি কি বিষয় নিয়ে অনুমোদন মিলিছে তা নিম্ন লিখিত।
১. বিসিএসদের সার্ভিসে সুনির্দিষ্ট বেতন বিধি চালু করা হবে। এতে বেতন সম্মান দুইই বাড়বে।
২. বিডিওরা এক মাসের বেতন অতিরিক্ত পাবেন। প্রতি বছর পাবেন এটা। ১২ মাস সার্ভিস দিয়ে ১৩ মাসের টাকা। মুখ্যসচিব বলেছেন, অনেক সমস্যার মুখে বিডিওরা সরাসরি পড়েন। সেসব সামলানোর জন্যই এই বাড়তি পুরস্কার।
৩. ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টরদের ১২০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়া হবে (যারা বিসিএস)।
৪. বিভিন্ন স্তরের পদের সংখ্যা বাড়ানো হয়েছে। যুগ্মসচিব স্তরে ২১৫ থেকে ২৫০ হল। বিশেষ সচিব ৬০ থেকে ১০০ করা হল। এর মাঝে আরও একটি স্তর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
৫. অনেক বিসিএস বেশি বয়সে সার্ভিসে জয়েন করার কারণে আইএএস পদে উন্নীত হতে পারেন না। জুনিয়রদের সঙ্গে বেতন বৈষম্য হয়। তার জন্যও সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ করছে।
এছাড়া জানা গিয়েছে, কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সৌমেন মিত্র। এতদিন পুলিশ কমিশনার পদে নিযুক্ত ছিলেন অনুজ শর্মা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, যাদের একই পদে ৩ বছর কাজ করা হয়ে গেছে তাদের সরানো হবে। সে ক্ষেত্রে পুলিশ কমিশনার হিসেবে অনুজ শর্মাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের আধিকারিককে সরিয়ে দেওয়া হতে পারে, তাই আগেভাগে নবান্ন এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ফাইল ছবি