শাসকদলের অনুষ্ঠানে বিডিও, প্রশ্নের মুখে প্রশাসনের নিরপেক্ষতা

শাসকদলের অনুষ্ঠানে বিডিও, প্রশ্নের মুখে প্রশাসনের নিরপেক্ষতা

4a0217dc9eec0c1709744918559f44dc

এগরা: শাসকদলের দলীয় কর্মসূচিতে প্রশাসনিক কর্তা! আবার ঘটনাস্থল স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের এগরা৷ স্বভাবতই প্রশ্নের মুখে বিডিও নিরপেক্ষতা৷ যাঁর জেরে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির৷

ঘটনার সূত্রপাত, পূর্ব মেদিনীপুর জেলার এগরায় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগের একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে থাকতে দেখা যায় এগরার বিডিও কৌশিক রায়কে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তরুণ কুমার মাইতি,  সহ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য তৃণমূলের নেতারা। স্বভাবতই দলীয় অনুষ্ঠানে বিডিও-র উপস্থিতি নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের সরকার যে প্রশাসনের নিরপেক্ষতাও বজায় রাখছে না, এই ঘটনায় তার প্রমাণ৷ বিডিও বাধ্য হয়েছেন শাসকদলের অনুষ্ঠানে যেতে৷ এর থেকেই তো প্রমাণিত হয় যে বর্তমান সরকারের আমলে প্রশাসনও নিরপেক্ষ নয়৷’’ যদিও এগরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন,  ছোটখাটো ঘটনা নিয়ে অযথা হৈ চৈ করা হচ্ছে৷’’ তাঁর পাল্টা দাবি, ‘‘ এটা কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না।’’ যদিও এবিষয়ে মন্তব্য করতে চাননি বিডিও কৌশিক রায়৷ তবে তরুণবাবুর দাবি, ‘‘লক্ষীভান্ডার প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বিডিও হাজির হয়েছিলেন৷ বিষয়টিকে নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *